For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে পাইলটকে সামনে রেখে 'স্বার্থসিদ্ধি'র খেলায় গেহলট! বিজেপির পাল্টা তোপে চড়ল পারদ

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহের মধ্যেই ফের একবার ঘোড়া কেনাবেচা নিয়ে ভারতীয় রাজনীতির পারদ চড়েছে। এবার রাজস্থানে সরকার ফেলার চেষ্টায় বিজেপির নজর রয়েছে বলে সেরাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দাবি করেছেন। এমন অবস্থায় পাল্টা তোপে পারদ চড়াচ্ছে বিজেপিও।

 সচিন পাইলটের মানহানির চেষ্টায় গেহলট?

সচিন পাইলটের মানহানির চেষ্টায় গেহলট?

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের অভিযোগ শনিবার ভারতীয় রাজনীতির পারদ চড়িয়েছে। এরপরই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী ও রাজস্থানের সাংসদ গজেন্দ্র সিং বলেন, অশোক গেহলট মনগড়া গল্প বলছেন। কংগ্রেসের রাজ্য প্রেসিডেন্ট সচিন পাইলট কে অপমান করতে চেয়ে ও সচিনের মানহানি করতে চেয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে মনগড়া কথা বলছেন গেহলোট।

 গেহলোটের অভিযোগ

গেহলোটের অভিযোগ

রাজস্থানে সরকার ফেলার ছক করোনা আবহের মধ্যেই রাজস্থানে সরকার ফেলার ছক কষছে বিজেপি। মধ্যপ্রদেশ এবং কর্নাটকের কংগ্রেস সরকার ফেলার ছকেই এগোচ্ছে বিজেপি। অপারেশন লোটাস চালাতে বিধায়কদের ১০ থেকে ১৫ কোটি টাকার টোপ দেওয়া হয়েছিল রাজস্থানে। শনিবার সাংবাদিক বৈঠক করে ফাঁস করে দিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

 বিজেপির খোঁচা

বিজেপির খোঁচা

বিজেপির দাবি, কংগ্রেসের ঘরে ভাঙন ধরিয়েছে গেহলোট পাইলট দ্বন্দ্ব। অশোক গেহলোটের সঙ্গে রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের বিবাদকে ঢাকতে বিজেপির বিরুদ্ধে সরকার ফেলে দেওয়া র হাওয়া রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তুলেছেন। এমনই দাবি বিজেপির।

'আমি রাজনীতি ছেড়ে দেব'

'আমি রাজনীতি ছেড়ে দেব'

বিজেপির বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ যদি রাজস্থানের মুখ্যমন্ত্রী প্রমাণ করতে পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে জানান গজেন্দ্র সিং শেখাওয়াত। শেখাওয়াতের দাবি, কংগ্রেস পার্টির ভিতর অন্তর্দ্বন্দ্ব গেহলোট মেটাতে পারছেন না। আর তার জেরেই এমন সমস্যার মধ্যে পড়ে কংগ্রেস এমন অভিযোগ তুলছে।

 রাজস্থানের রাজনৈতিক সংকট

রাজস্থানের রাজনৈতিক সংকট

শনিবার সকালেই রাজস্থানের চিফ হুইপ মহেশ যোশী রাজস্থান পুলিসের সোশ্যাল অপারেশন গ্রুপ অবং অ্যান্টি কোরাপশন ব্যুরোয় অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন বিজেপি ভয়ঙ্কর ভাবে ঘোড়া কেনাবেচা চালাচ্ছে। যোশী দাবি করেছেন বিজেপি মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশে সরকার গড়তে ভয়ঙ্কর ভাবে ঘোড়া কেনাবেচা করেছে। রাজস্থানেও সেই চেষ্টা চালানো হয়েছিল কিন্তু সেটা হতে দেয়নি কংগ্রেস।

চিনের চোখে চোখ রেখে লড়াইয়ের পর ভারতের স্ট্র্যাটেজি কোনদিকে! লাদাখ পরিস্থিতি একনজরে চিনের চোখে চোখ রেখে লড়াইয়ের পর ভারতের স্ট্র্যাটেজি কোনদিকে! লাদাখ পরিস্থিতি একনজরে

English summary
Rajasthan Political crisis, BJP dares Ashok gehlot as th CM accuses saffron party for toppling his government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X