For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুনের দায়ে 'মানুষখেকো বাঘ', বন্দি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

জয়পুর, ৩১ মার্চ : পশুসমাজে প্রথম দৃষ্টান্ত হিসাবে বন্দি হতে হল একটি বাঘকে। তাও আবার সেই সাজা পেতে হল মানুষের আদালত থেকে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মানুষখেকো একটি বাঘকে চারজন ব্যক্তিকে খুনের দায়ে বন্দি করার নির্দেশ দিল। [৪ কিলোমিটার ধরে বাঘের তাড়া খেলেন 'বিগ বি'!]

ঘটনাটির সূত্রপাত রাজস্থানের রণথম্বোরের জঙ্গলে। সেখানে 'ওস্তাদ' ওরফে 'টি-২৪' নামের বাঘটি গত একবছরে চারজন মানুষকে খেয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার আঁচ গিয়ে পৌঁছয় সুপ্রিম কোর্টে। [কামবর্ধক ওষুধের পরও যৌনতায় অনিহা 'লাজুক' বাঘের, রাতের ঘুম উড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের!]

খুনের দায়ে 'মানুষখেকো বাঘ', বন্দির নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি সবদিক বিবেচনা করে 'ওস্তাদ'কে মানুষখেকো আখ্যা দিয়ে চিড়িয়াখানায় বন্দি করার নির্দেশ দিয়েছে। [বাঘকে সরিয়ে সিংহকে জাতীয় পশুর মর্যাদা কেন্দ্রের!]

এই ঘটনার বিরুদ্ধে ব্যাঘ্র সংরক্ষণের সঙ্গে যুক্ত অজয় দুবে নামে একজন আদালতে আবেদন করেছিলেন। তবে সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বাঘটি একেরপর এক মানুষকে খেয়ে চলেছে। ফলে মানুষের সুরক্ষার স্বার্থে বাঘটিকে রাজস্থানের উদয়পুরের সজ্জনগড় জুলজিক্য়াল পার্কে বন্দি করা হোক। [চিড়িয়াখানায় খাঁচায় পড়ে সাদা বাঘের আক্রমণে প্রাণ হারাল কিশোর]

প্রসঙ্গত, ভারতের যেখানে 'বাঘ বাঁচাও' প্রচার চলছে, সেখানে বন্য প্রাণীকে এভাবে জঙ্গল থেকে টেনে এনে চিড়িয়াখানায় বন্দি করে রাখার মধ্যে কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না অজয় দুবের মতো পশুপ্রেমীরা।

English summary
Rajasthan : Maneater tiger who killed 4 humans sentenced life in zoo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X