For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানের নির্বাচনে কংগ্রেসকে সাহায্য বিজেপি নেত্রী বসুন্ধরার! বিস্ফোরক অভিযোগ শরিক নেতার

রাজস্থানের খিনসার বিধানসভা আসনের উপনির্বাচনে কংগ্রেসকে সাহায্য করেছেন বিজেপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন এনডিএতে বিজেপির শরিক হনুমান বেনিওয়াল।

Google Oneindia Bengali News

রাজস্থানের খিনসার বিধানসভা আসনের উপনির্বাচনে কংগ্রেসকে সাহায্য করেছেন বিজেপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন এনডিএতে বিজেপির শরিক হনুমান বেনিওয়াল। প্রসঙ্গত, আসনটি থেকে হনুমান বেনিওয়ালের ভাই দাঁড়িয়েছিলেন এনডিএ জোটের হয়ে। খুব অল্প ব্যবধানে আসনটি জিততে সক্ষম হন তিনি। এরপরই এমন অভিযোগ করেন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি আহবায়ক হনুমান। বিজেপি-র সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহ ও কার্যকারী প্রেসিডেন্ট জেপি নাড্ডাকে ট্যাগ করে এক টুইটের মাধ্য়মে এই অভিযোগ করেন তিনি।

রাজস্থানের নির্বাচনে কংগ্রেসকে সাহায্য বসুন্ধরার!

রাজস্থানে দুটি বিধানসভা আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে কর্তৃত্ব বজায় রাখে কংগ্রেস। মাণ্ডয়া আসনটি জেতেন কংগ্রেসের রীতা চৌধুরী। অপর দিকে খিনসার আসটি থেকে কংগ্রেসের হরেন্দ্র মির্ধাকে খুব অল্প ব্যবধানে হারাতে সমর্থ হন নারায়ন বেনিওয়াল। গত বিধানসভা নির্বাচনে খিনসার বিধানসভা আসনে জয়ী হয়েছিলেন হনুমান নিজেই। পরে ২০১৯ সাধারণ নির্বাচনে নাগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হলে বিধানসভা আসনটি খআল হয়ে যায়। একদা নিজের জেতা আসনে ভাইয়ের সহজ জয় আসা করেছিলেন হনুমান। তবে তা হয়নি।

বসুন্ধরার বিরুদ্ধে টুইট করে হনুমান অভিযোগ করেন বিজেপি-আরএলপি জোটের প্রার্থীকে হারাতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন বসুন্ধরা। এর জন্য় বসুন্ধরার বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও দাবি তোলেন তিনি। পাশাপাশি হনুমানের আরও অভিযোগ, লোকসভা নির্বাচনেও নাগর কেন্দ্রে বিজেপি-আরএলপি জোট প্রার্থীকে হারাতে সচেষ্ট হয়েছিলেন বসুন্ধরা।

English summary
Rajasthan Khinswar Bypoll, BJP Ally Hanuman Beniwal accused Vasundhara Raje of Helping Congress Candidate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X