For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে শিশুদের মৃত্যু মিছিল অব্যাহত! কোটায় মৃত ১১০, আতঙ্কে মরুরাজ্য

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানে শিশু মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করে দিয়েছে। রাজস্থানের একাধিক হাসপাতালে ক্রমেই শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। কোটায় মৃত্যু হয়েছে ১১০ জনের। অন্যদিকে বিকানিরে এই শিশু মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৬২ এর অঙ্ক। সবমিলিয়ে রীতিমতো আতঙ্কের গ্রাসে গোটা মরুরাজ্য ।

রাজস্থানে শিশুদের মৃত্যু মিছিল অব্যাহত! কোটায় মৃত ১১০, আতঙ্কে মরুরাজ্য

কোটার জে.কে লোন হাসপাতালে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, হাইপোথার্মিয়ায় মৃত্যু হয়েছে এই শিশুদের। এমন শারীরিক অসুস্থতায় শিশুর দেহের তাপমাত্রা ৯৫ ডিগ্রি ফারেন হাইটের নিচে নামতে থাকে। যেখানে স্বাভাবিক শারীরিক তাপমাত্রা হওয়ার কথা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট। এদিকে, রাজস্থানের সরকারি হাসপাতালগুলিতে ২৮ টির মধ্যে ২২ চি নেবুলাইজার কাজ করছেনা। ১১১ টি পাম্পের মধ্যে ৮১ টি পাম্প কাজ করছে না।

কংগ্রেস শাসিত রাজস্থানে শিশু মৃত্যু নিয়ে ক্রমেই গেহলোট সরকারের বিরুদ্ধে সুর চড়া করছে বিজেপি সহ বিরোধীরা। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি নিয়ে খতিয়ে দেখবার উদ্যোগ নিয়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মৃত্য়ু মিছিলে সেদিন ৪৮ ঘণ্টায় ১০ জন শিশুর মৃত্যু হয়েছিল।

English summary
Rajasthan infant death toll gets higher, 110 died in Kota .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X