For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গান্ধী পরিবার ছাড়া কংগ্রেস কিছুই নয়', সভাপতি পদে মনোনয়ন জমার আগে আনুগত্যের বার্তা দিগ্বিজয় সিংয়ের

'গান্ধী পরিবার ছাড়া কংগ্রেস কিছুই নয়', সভাপতি পদে মনোনয়ন জমার আগে আনুগত্যের বার্তা দিগ্বিজয় সিংয়ের

Google Oneindia Bengali News

গেহলটের আনুগত্যে অসন্তুষ্ট সোনিয়া গান্ধী। এই সুযোগে নিজের আস্থা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। আগামীকাল তাঁর কংগ্রেসের সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার কথা। তার আগেই সভাপতি পদের দৌড়ে বাদ পড়েছেন গেহলট। তারপরেই দিগ্বিজয় সিং মন্তব্য করেছেন, গান্ধী পরিবার ছাড়া কংগ্রেস একেবারে শূন্য। কংগ্রেস নেতার এই মন্তব্যেই স্পষ্ট যে সোনিয়া গান্ধীকে আনুগত্যের বার্তা দিতে চাইছেন তিনি।

'গান্ধী পরিবার ছাড়া কংগ্রেস শূন্য'

'গান্ধী পরিবার ছাড়া কংগ্রেস শূন্য'

এই প্রথম গান্ধী পরিবারের কেউ কংগ্রেসের সভাপতি পদে প্রার্থী হচ্ছেন না। রাহুল গান্ধী আগেই জানিয়ে দিয়েছেন সেকথা। প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে জল্পনা চললেও তিনি প্রার্থী হতে নারাজ। আর সোনিয়া গান্ধী তো হচ্ছেন না। এবার তাই অন্য নেতাদের সুযোগ। তবে হাইকমান্ড যে গান্ধী অনুগামী নেতাকেই সভাপতি পদে বসাতে তৎপর তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেকারণেই গেহলটকে নির্বাচিত করেছিলেন সোনিয়া। হঠাৎ করেই মাঝে চলে এসেছেন দিগ্বিজয় সিং। নিজের দায়িত্বেই তিনি সভাপতি নির্বাচনের দৌড়ে সামিল হয়েছেন বলে জানিয়েছেন। ৩০ সেপ্টেম্বর মনোনয়ন জমার আগে ইঙ্গিত পূর্ণ বার্তা দিয়েছেন দিগ্বিজয় সিং। তিনি বলেছেন,গান্ধীরা ছাড়া কংগ্রেস কিছুই নয়। দিগ্বিজয় সিংয়ে এই বার্তায় যে আনুগত্যের বার্তা রয়েছে।

সভাপতি পদের দৌড়ে দিগ্বিজয়

সভাপতি পদের দৌড়ে দিগ্বিজয়

কংগ্রেসের সভাপতি পদের দৌড়ে হঠাৎই সামিল হয়েছেন দিগ্বিজয় সিং। গতকাল নিজেই নিজের নাম ঘোষণা করেন। সেই সঙ্গে তিিন জানিয়ে দেন কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন তিনি। এবং একেবারে নিজের সিদ্ধান্তেই তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন। এবং যা ফলাফল হবে তার জন্য তিনি নিজেই দায়ী থাকবেন বলে জানিয়েছিেলন। হঠাৎ করে সভাপত পদের নির্বাচনে দিগ্বিজয় সিংয়ের এন্ট্রি জল্পনা বাড়য়েছে রাজনৈতিক মহলে।

গেহলটকে নিয়ে বার্তা দিগ্বিজয়ের

গেহলটকে নিয়ে বার্তা দিগ্বিজয়ের

দিগ্বিজয় সিং প্রার্থী হওয়ার পরেই গান্ধী পরিবারের মনোনিত প্রার্থী অশোক গেহলট অনিশ্চিত হয়ে পড়েছেন। তিনি আর প্রার্থী হচ্ছেন না সভাপতি পদে। তার অন্যতম কারণ রাজস্থানে গেহলট অনুগামীদের বিদ্রোহ। গেহলটকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো যাবে না বলে বিদ্রোহ দেখাতে শুরু করেছিল তাঁরা। এমনকী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার হুমকিও দিয়েছিলেন তারপরেই প্রবল অসন্তোষ প্রকাশ করে গেহলটকে সভাপতি পদের দৌড় থেকে সরিয়ে দেন সোনিয়া গান্ধী। দিগ্বিজয় সিং বলেছেন,রাজস্থানে কংগ্রেসের বিদ্রোহ রোখা যেত। গেহলট সভাপতি পদের দৌড়ে থাকলে ভালই হত। তিনি গান্ধী পরিবারের যথেষ্ট অনুগত।

 কড়া বার্তা সোনিয়ার

কড়া বার্তা সোনিয়ার

রাজস্থানে বিধায়কদের বিদ্রোহের পর কড়া বার্তা দিয়েছেন সোনিয়া গান্ধী। প্রকাশ্যে দলের অভ্যন্তরীন বিষয় নিয়ে কথা বললে কড়া পদক্ষেপ করা হবে বলে বার্তা দেওয়া হয়েছে। এমনকী শৃঙ্খলা ভঙ্গের অপরাধে শাস্তিও হতে পারে অভিযুক্তদের। সোনিয়া গান্ধীর এই বার্তার পর রাজস্থানের বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে কী পদক্ষেপ করে হাইকমান্ড সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই গেহলেটকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর ইঙ্গিত মিলেছে।

English summary
Digvijaya Singh said Congress nothing without Gandhis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X