For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্য রাতে সাংবাদিক বৈঠক, ১০৯ বিধায়কের সমর্থন রয়েছে দাবি রাজস্থান কংগ্রেসের

মধ্য রাতে সাংবাদিক বৈঠক, ১০৯ বিধায়কের সমর্থন রয়েছে দাবি রাজস্থান কংগ্রেসের

Google Oneindia Bengali News

কোন পথে রাজস্থানের কংগ্রেস সরকাররে পরিস্থিতি এই নিয়ে তোলপাড় চলছে গোটা দেশে। মধ্য প্রদেশের পুনরাবৃত্তিই কী ঘটতে চলেছে এই নিয়ে তলছে প্রবল টানা পোড়েন। বিদ্রোহী সুর শোনা যাচ্ছে রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের। দিল্লিতে রয়েছেন তিনি। সূত্রের খবর আজ হয়তো বিজেপিতে যোগ দেবেন তিনি।

 টালমাটাল রাজস্থান সরকার

টালমাটাল রাজস্থান সরকার

টালমাটাল রাজস্থান সরকার। বিদ্রোহের সুর শোনা যাচ্ছে সচিন পাইলকের কণ্ঠে। ইতিমধ্যেই এই নিয়ে জল্পনা শুরু হয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে আজই বিজেপিতে যোগ দেবেন িতনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। মধ্যপ্রদেশের পথেই কী রাজস্থান সরকারের পরিণতি হতে চলেছে এই নিয়ে চলছে জল্পনা।

মধ্য রাতে সাংসাদিক বৈঠক

মধ্য রাতে সাংসাদিক বৈঠক

কমল নাথ সরকারের মতোই যেন অশোক গেহলট সরকারের পরিণতি না হয় তার জন্য মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। সচিন পাইলটের বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ করা হয়েেছ। তারপরেই বিদ্রোহী হয়ে উঠেছেন সচিন। রাতারাতি রাজস্থানের ১০৯ জন বিধায়ককে দিয়ে মুচলেকায় স্বাক্ষর করিয়েছেন অশোক গেহলট। তার পরে রাত আড়াইটে নাগাদ সাংবাদিক বৈঠক করে সেকথা ঘোষণা করেন।

বিজেপিতে যোগ দিতে পারেন সচিন

বিজেপিতে যোগ দিতে পারেন সচিন

ইতিমধ্যেই সচিনের বিদ্রোহ নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। আজ কংগ্রেসে যোগ দিতে পারেন সচিন পাইলট এমনই শোনা যাচ্ছে। যদিও কংগ্রেস দাবি করে চলেছে অশোক গেহলট সরকার ৫ বছর পূর্ণ করবে রাজস্থানে। এই নিয়ে প্রবল টানাপোড়েন শুরু হয়েছে রাজস্থানে।

 মন্তব্যে নারাজ বিজেপি

মন্তব্যে নারাজ বিজেপি

মধ্য প্রদেশ কংগ্রেস সরকারের মতই কী রাজস্থান সরকারের পরিণতি হতে চলেছে এই নিয়ে প্রবল টানা পোড়েন চলছে। বিজেপির বিরুদ্ধে আগেই বিধায়ক কেনা বেচার অভিযোগ করেছিলেন অশোক গেহলট। তিনি দাবি করেছিলেন ১৫ কোটি টাকা দিয়ে বিধায়ক কেনার চেষ্টা করেছে বিজেপি। যদিও রাজস্থান িবজেপির পক্ষ থেকে সেবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

তৃণমূলে এখন কোনও কর্মী নেই! মমতা 'ভাইরাস' রাজ্যের মানুষের কাছে আতঙ্কের, আক্রমণাত্মক সৌমিত্রতৃণমূলে এখন কোনও কর্মী নেই! মমতা 'ভাইরাস' রাজ্যের মানুষের কাছে আতঙ্কের, আক্রমণাত্মক সৌমিত্র

English summary
Rajasthan Congress press onference mid night says they have 109 MLAs to support
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X