For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের কাজিয়া এবার প্রকাশ্য রাস্তায়! কংগ্রেস শাসিত রাজ্যে এবার নেতৃত্ব পরিবর্তনের দাবি

রাজস্থান কংগ্রেসের কাজিয়া এবার রাস্তায়। মুখ্যমন্ত্রী পদ থেকে অশোক গেহলটের অপসারণ দাবি করেছেন দলীয় বিধায়কদের একটা অংশ।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থান কংগ্রেসের কাজিয়া এবার চলে এল প্রকাশ্য রাস্তায়। মুখ্যমন্ত্রী পদ থেকে অশোক গেহলটের অপসারণ দাবি করেছেন দলীয় বিধায়কদের একটা অংশ। বর্ষীয়ান নেতার বিপদ আরও বেড়েছে, যখন দলেরই একটা অংশ লোকসভা নির্বাচনে হারের দায় তাঁরই ওপরে দেওয়ায়। রাজ্যের কংগ্রেস বিধায়ক পৃথ্বীরাজ মিনার দাবি, অশোক গেহলট তাঁর প্রভাব হারিয়েছেন, এবার মুখ্যমন্ত্রী করা হোক সচিন পাইলটকে। টোডা ভিম থেকে নির্বাচিত এই বিধায়কের পরামর্শ যুবক মুখ্যমন্ত্রী ভাল কাজ করবেন।

পাইলটপন্থী বিধায়কদের আক্রমণ

পাইলটপন্থী বিধায়কদের আক্রমণ

কংগ্রেস বিধায়ক জানিয়েছেন, সচিন পাইলট রাজ্য কংগ্রেসের সভাপতি থাকায় কাজেও সুবিধা হবে। এই বিধায়ক পূর্ব রাজস্থানের প্রভাবশালী আদিবাসী মিনা সম্প্রদায়ের। তাঁর অভিযোগ, অশোক গেহলট জাট ও গুর্জরদের একসঙ্গে রাখতে ব্যর্থ হয়েছেন। সম্প্রতি রাজস্থানের দুই মন্ত্রী রমেশ মিনা এবং উদয়লাল অঞ্জনা বলেছিলেন রাজস্থানে পরাজয়ের জন্য দায়বন্ধতা নির্ধারণ করা উচিত।

পাইলটকে তোপ গেহলটের

পাইলটকে তোপ গেহলটের

ঘরে বাইরে বিরোধিতার মধ্যে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অশোক গেহলট বলেছেন, যোধপুর থেকে ছেলে বৈভব গেহলটের হারের দায় নেওয়া উচিত সচিন পাইলটের। মুখ্যমন্ত্রী বলেছেন, সচিন পাইলট বলেছিলেন, বৈভব যোধপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করুক। সেখানে কংগ্রেস বড় ব্যবধানে জয়ী হবে। সেখানে দলেরই ছয় সাংসদ রয়েছে। সবাই ভাল প্রচার করবেন। যদিও ফলের সঙ্গে এই কথা না মেলায় যোধপুরে হারের দায় সচিন পাইলটের নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অশোক গেহলট।

অন্যদিকে দলে অশোক গেহলটের বিরোধীদের মন্তব্য, ছেলের প্রচারে জোর দিতে গিয়ে বাকি কেন্দ্রগুলির সঙ্গে বঞ্চনা করেছেন অশোক গেহলট।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে ডিসেম্বরে ক্ষমতায় আসার পরে গেহলট এবং পাইলট দুজনেই কাজের জন্য যে ভাল সম্পর্ক থাকা উচিত, তা করেননি। রাহুল গান্ধী পাইলটকে মুখ্যমন্ত্রী পদের দাবি থেকে সরে আসার জন্য রাজি করিয়েছিলেন। অন্যদিকে, গেহলট নেতৃত্বকে বুঝিয়েছিলেন, তিনি লোকসভায় ভাল ফল দিতে পারবেন।

২০১৯-এর নির্বাচনের ফল

২০১৯-এর নির্বাচনের ফল

প্রসঙ্গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যের ২৫ টি আসনের মধ্যে একটি আসনও জিততে ব্যর্থ হয়েছে কংগ্রেস।

English summary
Rajasthan Congress MLAs claim for leadership change
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X