For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা সরকারই মডেল! রাজস্থানে মন্ত্রীদের রিপোর্টকার্ড তলব গেহলট সরকারের

মমতা সরকারই মডেল! রাজস্থানে মন্ত্রীদের রিপোর্টকার্ড তলব গেহলট সরকারের

Google Oneindia Bengali News

মমতা সরকারের পথেই হাঁটতে চলেছে রাজস্থানের গেহলট সরকার। কাজই শেষ কথা মন্ত্রীদের বোঝাতে রিপোর্ট কার্ড তৈরি করছে কংগ্রেস। জেলার মন্ত্রীরা কাজ কেমন করেছেন তা জানতে বিধায়কদের প্রশ্নপত্র বিলি করলেন গেহলট সরকার। তাতে প্রতি জেলার মন্ত্রীদের কাজের খতিয়ান চাওয়া হয়েছে। সম্প্রতি রাজস্থান কংগ্রেসের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা অজয় মাকেন এসেছিলেন জয়পুরে। সেখানে কংগ্রেস বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন তিনি।

রাজস্থানে মন্ত্রীদের রিপোর্টকার্ড তলব গেহলট সরকারের

সেই বৈঠকে জেলা এবং ব্লকস্তরে কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল বিধায়কদের একটি করে প্রশ্ন পত্র দেওয়া হয়েছে। সেই প্রশ্ন পত্রে বিধায়কদের রিপোর্ট দিতে বলা হয়েছে নিজ নিজ জেলার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীদের কাজ নিয়েছে। সেই প্রশ্নপত্রে স্পষ্ট বলা হয়েছে মন্ত্রীদের কাজ কেমন হচ্ছে।কতটা কাজ তাঁরা করেছেন তার তথ্য চাওয়া হয়েছে।

মোট সাতটি মূল প্রশ্ন করা হয়েছে। তারমধ্যে অন্যতম কেমন কাজ করছেন জেলার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীরা। মন্ত্রীদের বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে কিনা? সরকারি প্রকল্পের কাজ কেমন চলছে? সেই প্রকল্পগুলির কাজ তারা ভাল করে করছেন কিনা? এই সরকার দ্বিতীয়বার কাজ করবে কিনা? করলে কীভাবে কারবে তার কোনও সাজেশন রয়েছে কিনা। নিজ নিজ বিধানসভা কেন্দ্রে কোনও নেতা নজরে পড়ার মতো রয়েছে কিনা? জেলা স্তরে কংগ্রেস ইনচার্জের কোনও নাম প্রস্তাব রয়েছে কিনা। ব্লক প্রেসিডেন্ট হিসেবে কারোর নাম প্রস্তাব করবেন কিনা। সরকার এবং দলের কাজ নিয়ে কোনও অভিযোগ রয়েছে কিনা।

বিদ্রোহ আঁচ করেই কি রাজস্থানে কংগ্রেস এই সমীকরণে হাঁটতে চাইছে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। গত জুন মাসে রাজস্থান কংগ্রেসে তীব্র সংকট তৈরি হয়েছিল। বিদ্রোহী হয়ে উঠেছিলেন শচিন পাইলট। কোনও ক্রমে বুঝিয়ে তাঁকে ফের দলে ভেঁড়ানো হয়েছে। বিজেপিতে যোগ না দিলেও শচিন পাইলট কিন্তু গেহলটের শাসন মেনে নিতে চাইছেন না। পাইলটপন্থীরাও কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে।

English summary
Rajasthan Congerss update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X