For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীকে ভাগবান রামের সঙ্গে তুলনা , রাজস্থানের কংগ্রেস মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

রাহুল গান্ধীকে ভাগবান রামের সঙ্গে তুলনা , রাজস্থানের কংগ্রেস মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

Google Oneindia Bengali News

১৫০ দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এরই মধ্যে রাহুল গান্ধীকে ভগবান রামের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন রাজস্থানের কংগ্রেস নেতা। রাজস্থানের কংগ্রেস নেতা প্রসাদী লাল মিনার মন্তব্যে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রার ডাক দিয়েছেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধীকে ভাগবান রামের সঙ্গে তুলনা , রাজস্থানের কংগ্রেস মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

কংগ্রেস ভারত জোড়ো যাত্রার ডাক দিয়েছে। কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করেছেন তাঁরা। লোকসভা ভোটের আগে কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাহুল গান্ধী িনজে রয়েছেন সেই যাত্রায়। শুধু রাজস্থানের কংগ্রেস নেতা নন। একের পর এক কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে রামের সঙ্গে তুলনা করেছেন। গতকাল মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান নানা পাটোলেও রাহুল গান্ধীকে রামের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, দুজনের নামই শুরু হয় আর দিয়ে।

তারপরেই রাজস্থানের কংগ্রেস মন্ত্রী প্রসাদী লাল মিনা এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন রাহুল গান্ধী কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যেভাবে পদযাত্রা করছেন ভগবান রাম শ্রীলঙ্কা থেকে অযোধ্যা পর্যন্ত অতটা যাত্রা করেননি। শ্রীলঙ্কা থেকে অযোধ্যার পথ যতটা তার থেকে অনেক বেশি কন্যাকুমারী থেকে কাশ্মীরের পথ। কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা অন্ধ্রপ্রদেশে প্রবেশ করেছে। ৪১ দিনে পড়েছে এই পদযাত্রা।

 RSS-এর দুর্গ নাগপুরে কংগ্রেসের চমকপ্রদ ফল! বিব্রত ক্ষমতাসীন বিজেপি সিনিয়র নেতারা RSS-এর দুর্গ নাগপুরে কংগ্রেসের চমকপ্রদ ফল! বিব্রত ক্ষমতাসীন বিজেপি সিনিয়র নেতারা

English summary
Rahul Gandhi walk more than Lord Ram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X