For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'লাভ জেহাদ' ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক তরজা, বিভাজনের তত্ত্ব খাড়া করে বিজেপিকে তোপ গেহলটের

'লাভ জেহাদ' ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক তরজা, বিভাজনের তত্ত্ব খাড়া করে বিজেপিকে তোপ গেহলটের

Google Oneindia Bengali News

সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতিগত বিভেদ তৈরি করার উদ্দেশ্য়ে 'লাভ জিহাদ' শব্দটি তৈরি করেছে বিজেপি। এমনটাই অভিযোগ করলেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট৷ টুইটারে এ নিয়ে তিনি সরব হয়েছেন৷ প্রসঙ্গত, মধ্য়প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরত্তম মিশ্রা ঘোষণা করেছেন, যে তাঁরা সে রাজ্য়ে লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনবেন৷ সেই প্রেক্ষিতেই এবার বিজেপি-কে নিশানা করলেন অশোক গেহলট৷

বিয়েটা দুটো মানুষের ব্য়ক্তিগত সিদ্ধান্ত

বিয়েটা দুটো মানুষের ব্য়ক্তিগত সিদ্ধান্ত

আজ অশোক গেহলট বলেন, বিয়েটা দুটো মানুষের ব্য়ক্তিগত সিদ্ধান্ত৷ সেখানে বিজেপি নাক গলাচ্ছে৷ টুইট বার্তায় তিনি লেখেন, লাভ জিহাদ এমনটা একটা শব্দ, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতিগত বিভেদ সৃষ্টির উদ্দেশ্য়ে বিজেপি এটা তৈরি করেছে৷ বিয়ে সম্পূর্ণভাবে ব্য়ক্তিগত স্বাধীনতার বিষয়৷ আইন প্রণয়ন করে তাতে নিষেধাজ্ঞা জারি করা সংবিধান বিরোধী৷

ভালোবাসায় জেহাদের কোনও জায়গা নেই

ভালোবাসায় জেহাদের কোনও জায়গা নেই

গেহলট লেখেন, এমনকি কোনও আইনের আদালতে এটা স্থান পাবে না৷ ভালোবাসায় জেহাদের কোনও জায়গা নেই বলে উল্লেখ করেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী৷ এ নিয়ে আরও একটি টুইট করেন গেহলট৷ তাঁর দ্বিতীয় টুইটে তিনি লেখেন, বিজেপি এমন একটা পরিবেশ দেশে তৈরি করতে চাইছে, যেখানে প্রাপ্তবয়স্করা রাষ্ট্রশক্তির করুনায় বেঁচে থাকবে৷

বৈবাহিক পছন্দের স্বাধীনতা

বৈবাহিক পছন্দের স্বাধীনতা

গেহলট আরও লেখেন, বৈবাহিক পছন্দের স্বাধীনতা ও তার উপর আইন প্রয়োগ করে নিষেধাজ্ঞা জারির বিরোধিতা করেন গেহলট৷ যেখানে রাজস্থানের মুখ্য়মন্ত্রী উল্লেখ করেন, এই আইন প্রয়োগ আসলে ব্য়ক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ৷ গেহলটের অভিযোগ, এর পিছনে আসল উদ্দেশ্য় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং সামাজিক দ্বন্দ্বে ইন্ধন জোগানো৷

লাভ জেহাদ নিয়ে তুঙ্গে তরজা

লাভ জেহাদ নিয়ে তুঙ্গে তরজা

অন্য়দিকে, ভিন ধর্মে বিয়ে নিয়ে সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট একটি রায় দিয়েছে৷ সেই রায়কে উল্লেখ করে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ বলেছেন, লাভ জিহাদকে বন্ধ করতে এবং জোর করে ধর্মান্তকরণ ঠেকাতে তাঁর সরকার কঠোর আইন আনবে৷ এনিয়ে গত ফেব্রুয়ারি মাসেই লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল, যে লাভ জিহাদ শব্দটি আইনে সংজ্ঞায়িত করা হয়নি৷ এমনকি এ নিয়ে কোনও অভিযোগও জমা পড়েনি৷

 কঠিন সময়ে 'ভুটানের পাশে ভারত'! লাদাখ আবহে কোন ইস্যুতে মোদীর ইঙ্গিতবহ বার্তা কঠিন সময়ে 'ভুটানের পাশে ভারত'! লাদাখ আবহে কোন ইস্যুতে মোদীর ইঙ্গিতবহ বার্তা

English summary
Rajasthan CM Ashok Gehlot snubs BJP saying Love Jihad manufactured by BJP to divide nation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X