For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেই আস্থা ভোট নিয়ে অনুরোধ! রাজ্যপালের কাছে ফের অধিবেশনের দাবিতে গেহলটের অবস্থান নিয়ে জল্পনা

নেই আস্থা ভোট নিয়ে অনুরোধ! রাজ্যপালের কাছে ফের অধিবেশনের দাবিতে গেহলটের অবস্থান নিয়ে জল্পনা

Google Oneindia Bengali News

ফের বিধানসভা অধিবেশনের দাবিতে রাজ্যপাল কলরাজ মিশ্রের কাছে দরবার মুখ্যমন্ত্রী অশোক গেহলটের। এক্ষেত্রে তিনি একাধিক বিল এবং করোনা ভাইরাসের কথা উল্লেখ করেছেন। তবে আস্থা ভোটের কথা তিনি উল্লেখ করেননি। তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। তাহলে কী আস্থা ভোটে পরাজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ।

৩১ জুলাই থেকে বিধানসভার অধিবেশনের জন্য অনুরোধ

৩১ জুলাই থেকে বিধানসভার অধিবেশনের জন্য অনুরোধ

রাজ্যপালকে দেওয়া মুখ্যমন্ত্রী চিঠিতে ৩১ জুলাই থেকে রাজ্য বিধানসভার অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছেন অশোক গেহলট। এর আগে আস্থা ভোটের কথা উল্লেখ থাকলেও এবারের চিঠিতে তার কোনও উল্লেখ নেই বলে জানা গিয়েছে। সেথানে তিনি একাধিক বিল ও করোনা ভাইরাস নিয়ে আলোচনার কথা উল্লেখ করেছেন।

রাজস্থানে রাজনৈতির অস্থিরতা

রাজস্থানে রাজনৈতির অস্থিরতা

সচিন পাইলট বিদ্রোহ ঘোষণা করতেই রাজস্থানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। তাঁকে উপমুখ্যমন্ত্রী ও রাজ্য কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও তাঁর সঙ্গে আরও ১৮ বিধায়ক রয়েছেন।

 সংখ্যা নিয়ে নিশ্চিত গেহলট শিবির

সংখ্যা নিয়ে নিশ্চিত গেহলট শিবির

অন্যদিকে গেহলট শিবিরও তাদের সংখ্যা নিয়ে নিশ্চিত। তাঁদের পক্ষে ১০১ জন বিধায়কের সমর্থন রয়েছে। আস্থা ভোট হলে তাঁরাই জয়ী হবেন বলে দাবি। তাঁদের আরও অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রভাবের কারণেই রাজ্যপাল আস্থা ভোট ডাকতে দেরি করছেন বলে অভিযোগ তাঁদের। যদিও রাজ্যপাল সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি আগেকার আবেদনে তারিখ ও কারণ উল্লেখ ছিল না।

 রাজভবনে ধর্না কংগ্রেস বিধায়কদের

রাজভবনে ধর্না কংগ্রেস বিধায়কদের

শুক্রবার রাজস্থানে গেহলটের অনুগামী কংগ্রেস বিধায়করা রাজভবনে ৫ ঘন্টার ধর্না দেন। বিধানসভার বিশেষ। অধিবেশন ডাকার দাবি তারা করেছিলেন। শনিবার বিধায়কদের নিয়ে বৈঠকে গেহলট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন রাষ্ট্রপতি ভবনে যাওয়া ছাড়াও তাঁরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসবেন।

মুকুলের 'সমীক্ষা’য় অগাধ আস্থা শাহের, বিজেপির সম্ভাব্য আসনপ্রাপ্তি নিয়েই যত মতান্তরমুকুলের 'সমীক্ষা’য় অগাধ আস্থা শাহের, বিজেপির সম্ভাব্য আসনপ্রাপ্তি নিয়েই যত মতান্তর

English summary
Rajasthan CM Ashok Gehlot has requested Governor Kalraj Mishra to start assembly session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X