রাজস্থানে কংগ্রেসের মসনদে ধাক্কা দিয়ে ২ বিধায়ক সমর্থন তুললেন! পাইলট-গেহলোট সংঘাত ঘিরে জোর জল্পনা
মাঝে কয়েক মাসের পরিস্থিতি শান্ত ছিল। তারপর আবারও কংগ্রেসের সরকারে কোন্দলে ধীরে ধীরে উত্তাপ বাড়ছে শীতের রাজস্থানে। সচিন পাইলটের সঙ্গে অশোক গেহলোটের সম্পর্কে যে জোড়া সেভাবে লাগেনি , তা রাজস্থান সরকারের বর্তমান পরিস্থিতিই বলে দিচ্ছে। বিশেষত পঞ্চায়েত ভোটে বাজি বিজেপি মেরে দিতেই , কংগ্রেসের ফাটল চওড়া হতে শুরু করে।

রাজস্থানে ২ বিধায়কের পদত্যাগ
রাজস্থানে কংগ্রেস সরকারকে সমর্থন জানিয়ে জোটে অংশ নেয় বিটিপি (ভারতীয় ট্রাইবাল পার্টি)। তবে এখন তাঁদের দাবি এখন অশোক গেহলোট সরকার তাঁদের পাশে থাকছে না। ফলে তাঁরা বিক্ষুব্ধ হয়েই সরকারের থেকে সমর্থন তুলে বেরিয়ে গিয়েছেন।

২ বিধায়কের ছেড়ে যাওয়া কেন তাৎপর্যপূর্ণ?
মূলত, যখন সচিন পাইলট ও তাঁর পন্থীরা দলের বিরদ্ধে গিয়ে সরকার ছেড়ে বোরোনের পথে হাঁটা শুরু করেছিলেন, তখন এই ২ বিটিপি বিধায়ক অশোক গেহলোটের পাশে ছিলেন। আস্থা ভোটের সময়েও তাঁরা অশোককে সমর্থন দেন। তবে আচমকাই রাজনীতির বাঁক ঘুরতে শুরু করেছে।

পঞ্চায়েত ভোটের ফলাফল
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের ফলাফলে দেখা গিয়েছে ২০ টি জেলা পরিষদে 'প্রমুখ' পদে ১২ জনই বিজেপি। ফলে রাজস্থানে ফের একবার গেরুয়া ঝড় তুলে বিজেপি দাপট কায়েম করলেও , মূলত এর নেপথ্যে কংগ্রেস হাইকমান্ডকে বিক্ষুব্ধ সচিনের জবাব লুকিয়ে রয়েছে বলে দাবি অনেকের।

সচিন-অশোক সংঘাত
অনেকের মতে রাজস্থানে সদ্য ঘটে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের শোচনীয় হারের আড়ালে সচিন পাইলটের সঙ্গে অশোক গেহলোটের সংঘাত প্রকট হয়েছে বলে মনত অনেকের। এই পরিস্থিতিতে ২ বিধায়কের সমর্থন ছেড়ে বেরিয়ে যাওয়া ফের একবার রাজস্থানে কংগ্রেসের সুরক্ষিত গদি নাড়িয়ে দিতে পারে! এমনই মত অনেকের। আর সেই রাস্তা ধরেই অশোক, সচিন সংঘাতের জল্পনা চরমে।

নিয়ম না মানাই বাংলার নিয়ম, মমতার রাজ্যে আইনের শাসন উধাও, কটাক্ষ মুকুলের