For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংখ্যালঘু বলে টিকিট দেয়নি বিজেপি, রাজস্থানে গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে বিধায়ক

রাজস্থানে ভাঙন অব্যাহত দলে। এবার দল ছাড়লেন দলের বিধায়ক তথা সংখ্যালঘুদের অন্যতম মুখ হাবিবুর রহমান।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানে বিধানসভা ভোটের আর ঠিক তিন সপ্তাহ বাকী রয়েছে। হেভিওয়েট নেতা-মন্ত্রী এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনে প্রচারে ঝড় তোলার চেষ্টা হচ্ছে। তার মধ্যেই ভাঙন অব্যাহত দলে। এবার দল ছাড়লেন দলের বিধায়ক তথা সংখ্যালঘুদের অন্যতম মুখ হাবিবুর রহমান। তিনি বিজেপির টিকিটে জিতে নাগাউর বিধানসভা আসন থেকে জিতেছিলেন।

এক দশক পর কংগ্রেসে

এক দশক পর কংগ্রেসে

রহমান এক দশক আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। তবে ভোটের মুখে গেরুয়া শিবিরে ধস নামিয়ে চলে গেলেন ফের হাত শিবিরে। এদিন আজমেঢ়ে কংগ্রেস সাংসদ রঘু শর্মা ও অন্য রাজ্য নেতাদের সামনে তিনি দলে ফেরেন।

ফের বিজেপিতে ধস

ফের বিজেপিতে ধস

বিজেপির আর এক প্রাক্তন সাংসদ যিনি গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে আসেন সেই হরিশ চন্দ্র মীনাও আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন। তিনি দীর্ঘদিন আইপিএস ছিলেন। ২০১৪ সালের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

মন্ত্রী ছিলেন হাবিবুর

মন্ত্রী ছিলেন হাবিবুর

২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে রাজস্থানে অশোক গেহলটের সরকারে মন্ত্রী ছিলেন হাবিবুর রহমান। ২০০৮ সালে কংগ্রেস টিকিট না দেওয়ায় তিনি বিজেপিতে যোগ দেন। তারপরে ২০০৮ ও ২০১৩ সালে তিনি বিজেপির টিকিটে বিধায়ক হন।

এক দশক পরে ঘরে ফেরা

তবে এবার বিজেপি নাগাউর আসন থেকে বিজেপি তাঁকে টিকিট না দিয়ে মোহন রাম চৌধুরীকে টিকিট দেওয়ায় হাবিবুর রাগে দল ছেড়ে দিয়েছেন। কংগ্রেসে ফিরে বলেছেন, ফের বাড়ি ফিরলাম। দলে যোগ দেওয়ার কোনও শর্ত ছিল না। এখন দেখার কংগ্রেস তাঁকে টিকিট দেয় কিনা।

English summary
Rajasthan BJP MLA Habibur Rahman joins Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X