For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোধপুরের পর ভিলওয়াড়া, ফের তপ্ত রাজস্থান, বন্ধ ইন্টারনেট পরিষেবা

যোধপুরের পর ভিলওয়াড়া, ফের তপ্ত রাজস্থান, বন্ধ ইন্টারনেট পরিষেবা

Google Oneindia Bengali News

যোধপুরের রেশ কাটতে না কাটতে উত্তপ্ত রাজস্থানের ভিলওয়াড়া। এক হিন্দু যুবকের খুন হওয়ার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা ভিলওয়াড়া। গতকাল রাত থেকেই সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। ইদের দিন উত্তপ্ত হয়ে উঠেছিল রাজস্থানের যোধপুর। পরিস্থিতি সামাল গিতে কার্ফু জারি করতে হয়েছিল গেহলট সরকারকে।

উত্তেজনা ভিওয়াড়ায়

উত্তেজনা ভিওয়াড়ায়

২২ বছরের এক হিন্দু যুবককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজস্থানের ভিলওয়াড়া। বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক হিন্দু সংগঠনের দাবি এই যুবককে খুন করেছে এক মুসলিম যুবক। মঙ্গলবার বিকেেল ভিলওয়াড়ার কোতয়ািল থানার কাছেই ঘটেছে এই খুন। ভিলওয়াড়ার ব্রাহ্মিন মিষ্টির দোকােনর কাছে টাকা নিয়ে এক যুবকের সঙ্গে বচসা বেধেছিল ওই হিন্দু যুবকের। তারপরেই আদর্শ তাপাডিয়া নামে ওই হিন্দু যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে এক দল যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানায়।

বিক্ষোভে বিজেপি

বিক্ষোভে বিজেপি

খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে হাজির হয় একাধিক হিন্দু সংগঠনের প্রতিনিধিরা। এমনকি ভিলওয়াড়ার বিজেপি বিধায়ক ভিট্টল শঙ্কর অবস্তি এবং বিজেপির জেলা সভাপতি লাড্ডু লাল তেিল এবং শহরের কাউন্সিলের চেয়ারম্যান রাকেশ পাঠক হাসপাতালে কর্মী সমর্থকদের নিয়ে হাজির হন। দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত কেউ দেহ নেবে না বলে আন্দোলন শুরু করেন তাঁরা। এমনকী মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যেরও দাবি জানিয়েছেন তাঁরা।

বন্ধ ইন্টারনেট পরিষেবা

বন্ধ ইন্টারনেট পরিষেবা

যেকোনও মুহুর্তে হিন্দু মুসলিম সংঘর্ষের ঘটনা ঘটতে পারে আশঙ্কা করেই ভিলওয়াড়ার ইন্টারনেট পরিষেবা তিন দিনের জন্য বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এলাকায় প্রচুর পুিলশ মোতায়েন করা হয়েছে। এদিকে বিজেপির পক্ষ থেকে পুিলশ প্রশাসনের গাফিলতির অভিযোগ উঠেছে। ঘটনাস্থল ব্যারিকেড করে ঘিরে রেখেছে পুলিশ। প্রবল উত্তেজনা রয়েছে সেখানে। এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই তিন জনই অপ্রাপ্ত বয়স্ক।

যোধপুরে উত্তেজনা

যোধপুরে উত্তেজনা

কয়েকদিন আগেই রাজস্থানের যোধপুর শহর উত্তপ্ত হয়ে উঠেছিল। ইদের আগের দিন থেকে যোধপুরে হিন্দু-মুসলিম সংঘর্ষের ঘটনা ঘটে। ইদের দিনও পরিস্থিতি সেখানে উত্তপ্ত হয়ে উঠেছিল। বিজেপি বিধায়কের বাড়ির সামনে বাইক জ্বালিয়ে দেওয়া হয়। অশোক গেহলটের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ৩ দিন কার্ফু জারি করতে হয়েছিল যোধপুরে। বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবাও। বারবার রাজস্থানে সাম্প্রদায়িক হিংসার ধটনা ঘটতে শুরু করেছে।

প্রতীকী ছবি

তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দেওয়ার নিদান দিলীপের! পাগলের প্রলাপ বললেন কুণাল তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দেওয়ার নিদান দিলীপের! পাগলের প্রলাপ বললেন কুণাল

English summary
Rajasthan Bhilwara clash update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X