For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে রিপাবলিক টিভির 'পোল অব পোলস'-এর সমীক্ষায় এগিয়ে কে

রাজস্থানের ২০০টি আসনে এদিন ভোট হল এক দফায়।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানের ২০০টি আসনে এদিন ভোট হল এক দফায়। টাইমস নাউ-এর সমীক্ষার ফলাফল ইঙ্গিত করছে রাজস্থানে সরকার গড়ছে কংগ্রেস। বিজেপি এবার সরকারে থাকতে পারছে না। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে মানুষ প্রত্যাখ্যান করছেন। তবে কী বলছে রিপাবলিক টিভির সমীক্ষা। এই সংস্থা সি-ভোটার ও জন কি বাত এর সমীক্ষা ফলাফল সামনে এনেছে। এছাড়াও রয়েছে পোল অব পোলস-এর সমীক্ষা ফলাফল। তাতে কী রয়েছে, দেখে নেওয়া যাক একনজরে।

সি ভোটার সমীক্ষা

সি ভোটার সমীক্ষা

রাজস্থানের ভোট নিয়ে সি ভোটারের সমীক্ষা বলছে, বিজেপি এবার পেতে পারে মাত্র ৬০টি আসন। অথচ গতবছরে গেরুয়া শিবির পেয়েছিল ১৬৩টি আসন। গতবারে ২১টি আসন পাওয়া কংগ্রেস এবার পেতে পারে ১৩৭টি আসন। অন্যান্যরা পেতে পারে ২টি আসন।

জন কি বাত সমীক্ষা

জন কি বাত সমীক্ষা

এখানে বলা হচ্ছে বিজেপি ৯৩টি আসন পেতে পারে। আর কংগ্রেস পেতে পারে ৯১টি আসন। অর্থাৎ কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। লড়াই হবে সমানে সমানে। আর অন্যান্যরা পেতে পারে ১৫টি আসন।

[আরও পড়ুুন: ছত্তিশগড়ে রিপাবলিক টিভির 'পোল অব পোলস'-এর সমীক্ষায় এগিয়ে কে ][আরও পড়ুুন: ছত্তিশগড়ে রিপাবলিক টিভির 'পোল অব পোলস'-এর সমীক্ষায় এগিয়ে কে ]

পোল অব পোলস

পোল অব পোলস

এখানে গড় করলে দেখা যাচ্ছে কংগ্রেস এবার অনেক এগিয়ে থেকে সরকার গড়তে চলেছে। কংগ্রেস পেতে চলেছে ১১৪টি আসন। আর বিজেপি পেতে পারে ৭৭টি আসন। অন্যান্য দল ৮টি আসন পেতে পারে বলে পোল অব পোলস-এ উঠে এসেছে।

[আরও পড়ুন: ছত্তিশগড়ের ক্ষমতা কি হারাতে চলেছে বিজেপি! ইন্ডিয়া টুডের সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত][আরও পড়ুন: ছত্তিশগড়ের ক্ষমতা কি হারাতে চলেছে বিজেপি! ইন্ডিয়া টুডের সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত]

English summary
Rajasthan Assembly Elections Exit Poll Results of Republic TV - C Voter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X