For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থান অ্যাম্বুল্যান্স কেলেঙ্কারি: এফআইআর-এ অশোক গেহলট-শচীন পাইলটের নাম

Google Oneindia Bengali News

রাজস্থান অ্যাম্বুল্যান্স কেলেঙ্কারি: এফআইআর-এ অশোক গেহলট-শচীন পাইলটের নাম
জয়পুর, ১১ জুন: রাজস্থানের এনআরএইচএম-এর (ন্যাশনাল রুরাল হেল্থ মিশন) অ্যাম্বুল্যান্স কেলেঙ্কারি মামলার এফআইআরে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও প্রবীন কংগ্রেস নেতা শচীন পাইলট সহ মোট ১০ জনের নাম রয়েছে।

৩ রাজ্যে ১০৮টি অ্যাম্বুল্যান্স পরিচালনার জন্য পূর্বতন কংগ্রেস সরকারের জারি করা টেন্ডার থেকে ২.৫৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ ছিল গেহলট-পাইলট সহ এফআইআরে নাম থাকা ১০ জনের বিরুদ্ধে। রাজ্যপুলিশের সিবি-সিআইডি-র হাতে বর্তমান এই মামলার তদন্তভার রয়েছে।

অশোক গেহলট ও শচীন পাইলট ছাড়াও যাদের নাম এফআইআর-এ রয়েছে তাদের মধ্যে অন্য়তম হল কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা ভায়ালার রবি এবং পি চিদম্বরমের ছেলে রবি কৃষ্ণা ও কার্তি চিদম্বরম।

অ্যাম্বুল্যান্স টেন্ডার থেকে ২.৫৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে

২০১৩ সালে, রবি কৃষ্ণা পরিচালিত একটি সংস্থা জিগিৎসা হেল্থকেয়ার রাজস্থান, বিহার ও পাঞ্জাবে ১০৮টি অ্য়াম্বুল্যান্স পরিচালনার জন্য বরাত পেয়েছিল।

পরবর্তীকালে রাজ্য স্বাস্থ্য দফতরের অডিট রিপোর্টে অ্যাম্বুল্যান্স পরিচালনা নিয়ে বিশাল আর্থিক অনিয়মের কেলেঙ্কারি সামনে আসে। অডিট রিপোর্টে আসে ১৪ কোটি টাকার ক্ষতি হয়েছে এই অ্যাম্বুল্যান্স পরিচালনার ঘটনায়।

এই আর্থিক অসঙ্গতি প্রকাশ্যে আসতেই বিজেপি অভিযোগ তোলে, জিগিৎসা হেলথকেয়ারকে তার রাজনৈতিক সংযোগের কারেণেই কংগ্রেস সরকার টেন্ডারটি দেয়। পরে জানা যায় জিগিৎসা হেলথকেয়ারে শচীন পাইলট ও কার্তি চিদম্বরমও পরিচালক ছিলেন।

জয়পুরের মেয়র পঙ্কজ যোশীই প্রথম ১০৮ অ্যাম্বুল্যান্সের টেন্ডার নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন। তাঁর কথায়, জিগিৎসা হেল্থকেয়ারের নামে বরাত দেওয়াটাই নিয়ম ও নির্দেশিকার লঙ্ঘন বলে অভিযোগ তোলেন তিনি। এরপর অশোকনগর থানা এই মামলার অভিযোগ দায়ের করে। পরে সিবি-সিআইডি-র হাতে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয়।

English summary
Rajasthan Ambulance Scam: Ashoke Gehlot-Sachin Pilot named in FIR
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X