রাজস্থানে ৬ বছরের শিশুকে বিয়ে ৩৫ বছরের যুবকের
জয়পুর, ২ জুলাই : ভারতের নানা প্রান্তে এখনও বাল্যবিবাহের প্রচলন রয়ে গিয়েছে। আইনের রক্ত চক্ষু এড়িয়ে প্রত্যন্ত গঞ্জ এলাকায় এখনও চলে এই প্রথা। তেমনই কিছু ঘটল রাজস্থানের একটি গ্রামে।
তবে এই বাল্যবিবাহের প্রক্রিয়া খানিক ভিন্ন। এই প্রথাটির নাম 'নাতা প্রথা'। এটি অনুসারে কোনও বিবাহিত ব্যক্তি কোনও বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়াতে পারে।

জানা গিয়েছে, সেই প্রথা মেনেই রাজস্থানের বছর ৩৫-এর রতন লাল নামে এক যুবক ৬ বছরের একটি বাচ্চা মেয়েকে বিয়ে করেছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রতনের সঙ্গে এক বিবাহিত মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। সেটাকেই বৈধ রূপ দিতে সে ওই বাচ্চা মেয়েটিকে গোপনে বিয়ে করেছে।
অভিযোগ, এক দালাল তাকে এই কাজে ঘটকালি করতে সাহায্য করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঠিক হয়েছিল, বিয়ের পর বাচ্চা মেয়েটি পিতা-মাতার কাছেই থাকবে। তবে মাসে মাসে রতনের কাছ থেকে খোরপোষ বাবদ নগদ পাবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পাওয়ার পরই পুলিশ গিয়ে রতনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে 'শিশু বিবাহ আইন ২০০৬'-এর ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত দালালের খোঁজেও তল্লাশি চলছে।