For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Rajasthan: বিধানসভা ভোটের আগে গেহলট সরকারের মাস্টার স্ট্রোক, মরুরাজ্যে মেয়েদের জন্য বড় ঘোষণা

Rajasthan: বিধানসভা ভোটের আগে গেহলট সরকারের মাস্টার স্ট্রোক, মরুরাজ্যে মেয়েদের জন্য বড় ঘোষণা

Google Oneindia Bengali News

রাজস্থানে বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা গেহলট সরকারের। রাজ্যে বিনামূল্যে স্যানিটারি প্যাড দেবে রাজ্য সরকার। প্রতিমাসে মহিলাদের দেওয়া হবে এই স্যানিটারি প্যাড। বিধানসভা ভোটের আগে যাকে বলে মাস্টার স্ট্রোক গেহলট সরকারের। কারণ এতদিন মহিলা ভোট পেতে কর্মক্ষেত্রে সংরক্ষণ, মাসিক ভাতা এই সব প্রতিশ্রুতি দিয়ে এসেছে রাজনৈতিক দলগুলি। এই প্রথম এত বড় সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। দেশের আর কোনও রাজ্যে এই ধরনের ঘোষণা হয়নি। রাজস্থানই প্রথম এই পদক্ষেপ করল।

বড় ঘোষণা গেহলট সরকারের

বড় ঘোষণা গেহলট সরকারের

বুধবার সোয়াই মাধোপুরে বড় ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সরকার। তিনি প্রতিমাসে মহিলাদের বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, কেন মহিলারা চুপ করে সব কিছু সহ্য করবে। এবার থেকে তাঁরাও যাতে স্বচ্ছন্দে মাসের ওই কয়েকটা দিন কাটাতে পারে তার জন্য রাজ্য সরকার প্রতিমাসে বিনামূল্যে স্যানিটারি প্যাড দেবে। প্রতিমাসে রাজ্যের সব মহিলাদের ১২টি করে স্যানিটারি প্যাড দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য দেশে মহামারীর সময় রাজস্থানই প্রথম সাফল্যের সঙ্গে করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছিল। তারপরেই গোটাদেশে রাজস্থানে ভিলওয়াড়া মডেলকে ব্যবহার করেছিল মোদী সরকার।

বিধানসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক

বিধানসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক

বিধানসভা ভোটের আগে যাকে বলে মাস্টার স্ট্রোক গেহলট সরকারের। ২০২৩-এ বিধানসভা নির্বাচন রাজস্থানে। তার আগে রাজ্যে বিনামূল্যে মহিলাদের স্যানিটারি প্যাড বিতরণ করার কথা ঘোষণা করে বড় ভোট ব্যাঙ্ক প্রায় দখল করে নিয়েছে কংগ্রেস। পশ্চিমবঙ্গে মহিলাদের হাত খরচের টাকা দেওয়ার কথা ঘোষণা করে মহিলা ভোটব্যাঙ্ক দখল করে নিেয়ছিল তৃণমূল কংগ্রেস সরকার। ঠিক একই ভাবে স্যানিটারি প্যাড বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করে আরও বড় ভোট ব্যাঙ্ক দখল করে ফেলেছন অশোক গেহলট। বিজেপি থেকে বিরোধী সব রাজনৈতিক দলই ভোটে জিততে মহিলা ভোটারদের টার্গেট করেছেন।

ড্যামেজ কন্ট্রোলে গেহলটের

ড্যামেজ কন্ট্রোলে গেহলটের

সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার পর মরুরাজ্যে অনুগামীদের বিক্ষোভ বেশ সমস্যায় ফেলেছিল গেহলটকে। তাতে গেহলেটর প্রতি বেশ অসন্তুষ্ট হয়েছিল হাইকমান্ড। তারপরে আবার প্রকাশ্যে সচিন পাইলটকে গদ্দার বলায় রাজস্থান কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছিল। সেই ড্যামেজ কন্ট্রোলেই গেহলটের এই চমকে দেওয়ার মত ঘোষণা বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসের অন্দরে যে দলভাগ রয়েছে সেটা ধামা চাপা দিতেই রাজ্যে মহিলা ভোটারদের টার্গেট করে বড় ঘোষণা করেছেন তিনি।

কংগ্রেসের দ্বন্দ্ব

কংগ্রেসের দ্বন্দ্ব

রাজস্থান কংগ্রেসে প্রথম থেকেই দ্বন্দ্ব রয়েছে। সচিন পাইলট বনাম অশোক গেহলটের ঠান্ডা লড়াই প্রকাশ্যে এসে পড়েছিল গত বছরই। হঠাৎ করেই অন্তর্ধান হয়ে গিয়েছিলেন সচিন পাইলট। গেলটের সঙ্গে বনিবনা হচ্ছিল না তাঁর। অনেকেই মনে করেছিলেন জ্যোতিরাদিত্য িসন্ধিয়ার মতই তিনিও বিজেিপতে যোগ দেবেন। কিন্তু তা ঘটেনি। কংগ্রেসেই রয়ে গিয়েছেন পাইলট। কিন্তু গেহলটের সঙ্গে বিবাদ মেটেনি। কয়েকদিন আগেই প্রকাশ্যে সচিন পাইলটকে গদ্দার বলে আক্রমণ শানিয়েছিলেন অশোক গেহলট।

Lakshman Chandra Seth: সিপিআইএম-কংগ্রেস জোট অনেক বড় ব্যাপার! কংগ্রেস পদ পাওয়ার পর আর কী বললেন লক্ষ্মণ শেঠ Lakshman Chandra Seth: সিপিআইএম-কংগ্রেস জোট অনেক বড় ব্যাপার! কংগ্রেস পদ পাওয়ার পর আর কী বললেন লক্ষ্মণ শেঠ

English summary
Rajastha: Ashok Gehlot Government announce free Sanitary Pads for women
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X