For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৫০ কিলো বিস্ফোরক নিয়ে জঙ্গি হামলা! মৃতের সংখ্যা বেড়ে ৪৪, শুক্রবার শ্রীনগরে রাজনাথ

লোকসভা নির্বাচন আসন্ন। তার আগে দেশের উপর সন্ত্রাসের থাবা। যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জন সিআরপিএফ জওয়ান। জখমের সংখ্যাটা ৪০।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচন আসন্ন। তার আগে দেশের উপর সন্ত্রাসের থাবা। যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন সিআরপিএফ জওয়ান। জখমের সংখ্যাটা ৪৪। ২৫০০ জনের সিআরপিএফ-এর একটি দলকে নিয়ে ৭০টি গাড়ির একটি কনভয় পুলওয়ামা দিয়ে যাচ্ছিল। আর সেই সময়ই আত্মঘাতী জঙ্গি হামলা। ভয়াবহ এই সন্ত্রাসবাদী হামলায় হতচকিত সকলে। যার জেরে শুক্রবারই জরুরি ভিত্তিতে শ্রীনগরে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই জন্য পাটনায় শুক্রবার তাঁর যাবতীয় কর্মসূচি বাতিল করেছেন।

সন্ত্রাসবাদী হামলার খবর পেতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিআরপিএফ-এর ডিজি আর আর আর ভাটনাগরের সঙ্গে কথাও বলেন। জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গেও কথা বলেন রাজনাথ।

৩৫০ কিলো বিস্ফোরক নিয়ে হামলা

৩৫০ কিলো বিস্ফোরক নিয়ে হামলা

একটি স্করপিও গাড়িতে ৩৫০ কিলো নিয়ে সিআরপিএফ কনভয়ে গিয়ে আত্মঘাতী জঙ্গি হামলা করেছিল।

আত্মঘাতী জঙ্গি পুলওয়ামার-ই বাসিন্দা

আত্মঘাতী জঙ্গি পুলওয়ামার-ই বাসিন্দা

আদিল আহমেদ ওরফে ওয়াকার নামে আত্মঘাতী জঙ্গির বাড়ি পুলওয়ামাতে। অবন্তিপোরা নামে শহরের কাছেই বিস্ফোরক ভর্তি স্করপিও নিয়ে গিয়ে সিআরপিএফ-এর বাসে ধাক্কা মারে আদিল। যে বাসটি-তে জঙ্গি আদিল ধাক্কা মেরেছিল তা ৫৫ সিটের একটি বাস। বাসটি সিআরপিএফ জওয়ানে ভর্তি ছিল।

২০ বছরে সবচেয়ে ভয়ঙ্কর হামলা

২০ বছরে সবচেয়ে ভয়ঙ্কর হামলা

গত ২০ বছরে কাশ্মীরের বুকে এতবড় গাড়ি বিস্ফোরণে জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। ২০০১ সালে জম্মু ও কাশ্মীর বিধানসভায় এভাবেই গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গি হামলা হয়েছিল।

জয়স জঙ্গি সংগঠনের দায় স্বীকার

জয়স জঙ্গি সংগঠনের দায় স্বীকার

পুলওয়ামায় এি আত্মঘাতী জঙ্গি হামলায় দায় স্বীকার করেছে জয়স-ই-মহম্মদ। উপত্য়কায় জয়স জঙ্গিদের শক্ত ঘাঁটি আছে। যার বিরুদ্ধে গত কয়েক বছর ধরেই লাগাতার অভিযান হয়েছে।

রাজনাথ সিং-এর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা

রাজনাথ সিং-এর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গি হামলার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। নিহতদের দেহ কীভাবে পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে, যারা জখম তাদের চিকিৎসায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জঙ্গিদের খোঁজে কী ভাবে অভিযান হচ্ছে- এ সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করেন প্রধানমন্ত্রী।

অজিত ডোভালের বৈঠক

অজিত ডোভালের বৈঠক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই হামলা নিয়ে সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। হামলায় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিআরপিএফ জওয়ানদের কনভয়ে কোনও নিরাপত্তার ফাঁক ছিল কি না তা নিয়ে ডোভাল বৈঠকে আলোচনা করেন।

প্রতিশোধের হুঁশিয়ারি

প্রতিশোধের হুঁশিয়ারি

প্রতিশোধ-এর হুঁশিয়ারি দিয়েছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত প্রধান ভি কে সিং। টুইটারে তিনি লিখেছেন, 'আমাদের সেনাদের প্রতিটি রক্ত-বিন্দুর হিসেব নেওয়া হবে।'

৩০ অক্টোবরের অভিযানের বদলা নয় তো

৩০ অক্টোবরের অভিযানের বদলা নয় তো

গত বছরের ৩০ অক্টোবর সেনা অভিযানে উপত্যকায় মৃত্য়ু হয় মহম্মদ উসমান নামে জয়স-ই-মহম্মদ-এর এক শীর্ষ জঙ্গির। উপত্যকায় যে স্নাইপার জঙ্গি হামলা হচ্ছিল তার মাথা ছিল উসমান। জয়স-ই-মহম্মদ-এর প্রধান মাসুদ আজাহারের ভাগ্নে ছিলেন উসমান।

ভিবিআইডি বিস্ফোরকে হামলা

ভিবিআইডি বিস্ফোরকে হামলা

যে বিস্ফোরকে এই আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে তার নাম ভেইকেল বর্ন ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস বা ভিবিআইইডি।

English summary
Central Home Minister Rajnath Singh has cancelled his Patna Rally on Friday, instead of that he is going to Srinagar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X