For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টি বিপর্যস্ত মুম্বই, জারি সতর্কতা , কীভাবে ভাসল মায়ানগরী দেখুন ভিডিও-তে

বর্ষা জাগ্রত মায়ানগরী মুম্বইয়ে! আর তার প্রমাণ দিল আজকের প্রবল বর্ষণ। গোয়া উপকূলে ইতিমধ্যেই এসে পড়েছে বর্ষা। এবার তা ভেজাতে চলেছে বাণিজ্যনগরী মুম্বইকে।

  • |
Google Oneindia Bengali News

বর্ষা জাগ্রত মায়ানগরী মুম্বইয়ে! আর তার প্রমাণ দিল আজকের প্রবল বর্ষণ। গোয়া উপকূলে ইতিমধ্যেই এসে পড়েছে বর্ষা। এবার তা ভেজাতে চলেছে বাণিজ্যনগরী মুম্বইকে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে মুম্বইয়ে । একনজরে দেখে নেওয়া যাক আজকের বর্ষণের চিত্রটি।

মুম্বইয়ের জলছবি

বর্ষণসিক্ত মুম্বইয়ে সকাল থেকেই আজ মেঘলা আকাশ। একাধিক জায়গায় জল দাঁড়িয়ে যাওয়াতে বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা। কীভাবে আজ ভেসেছে মুম্বই, তার প্রমাণ দিল এই ভিডিও।

থমকে শহর!

থমকে শহর!

মুম্বইয়ে আজ ৩০ থেকে ৪৫ মিনিটের বৃষ্টিতে যেভাবে শহর ভেসে গিয়েছে, তাতে বেশ কয়েকটি জায়গায় জল দাঁড়িয়েছে। ব্যস্ত শহরে আজ বহু জায়গায় থমকে যায় যান চলাচল।

[আরও পড়ুন:মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতে ভাসল মুম্বই ,আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাস কী বলছে][আরও পড়ুন:মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতে ভাসল মুম্বই ,আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাস কী বলছে]

পৌরসভার ব্যবস্থা

মুম্বইয়ে বর্ষার শুরুতেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ায় সতর্ক পৌরসভা। সমস্ত পৌর অফিসারদের শনিবার ও রবিবার ছুটি বাতিল করা হয়েছে। থানে এলাকায় ৮ থেকে ১০ জুন চরম বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টির আনন্

একদিকে যেমন শহরের বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়েছে মুম্বইতে। তেমনই শহরের বাসিন্দারা এই বৃষ্টি উপভোগ করছেন পরতে পরতে।

বিমান পরিষেবা বিপর্যন্ত

মুম্বইয়ে ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত বাণিজ্যনগরীর বিমান পরিষেবা। জেট ওয়ার ওয়েজের লন্ডনগামী বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিক পরিবর্তন হয়েছে আহমেদাবাদগামী বিমানেরও।

সমুদ্রতটে বৃষ্টি

আকাশ কালো করে আসা মুম্বইয়ের বৃষ্টিতে ব্যাপক প্রভাব পড়েছে সেখানের নগরজীবনে। ফুঁসে উঠছে সমুদ্র। সেই ছবিও ধরা পড়েছে।

English summary
Rains disrupt life in Mumbai, BMC puts staff on high alert
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X