For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল তাপপ্রবাহের পরই ফের ঝড়! আইএমডি-র নয়া সতর্কবার্তায় কিসের ইঙ্গিত

প্রবল তাপপ্রবাহের পরই ফের ঝড়! আইএমডি-র নয়া সতর্কবার্তায় কিসের ইঙ্গিত

  • |
Google Oneindia Bengali News

দেশের বিভিন্ন অংশের জন্য চলতি সপ্তাহে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আইএমডি -র তরফে জানানো হয়েছে, উত্তর ভারতের একাধিক জায়গায় প্রবল তাপপ্রবাহের পর ঝড়ের সতর্কতা নিয়ে বড় বার্তা দিল আইএমডি।

প্রবল ঝড় বৃষ্টি আসছে!

প্রবল ঝড় বৃষ্টি আসছে!

চলতি সপ্তাহ জুড়ে দেশের একাধিক জায়গায় পারদ চড়বে প্রবল। ন্যূনতম ৪২ ডিগ্রিতে পারদ থাকবে ভারতের একাধিক জায়গায়। এরপর সপ্তাহান্তেই প্রবল ঝড় বৃষ্টি আসতে চলেছে দেশে।

 কোথায় কোথায় প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা

কোথায় কোথায় প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা

আইএমডি জানিয়েছে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া অলম, মেঘালয়, অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় ২৪ মে বৃষ্টিপাতের সম্ভবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

 তাপপ্রবাহ কোথায় কোথায়?

তাপপ্রবাহ কোথায় কোথায়?

আইএমডি জানিয়েছে, তেলাঙ্গানা, বিদর্ভ, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশে তাপপ্রবাহ শুরু হবে এই সপ্তাহেই। ওড়িশা,গুজরাত, ছত্তিশগড় রায়ালসিমার মতো জায়গাতেও পরিস্থিতি একই হবে।

 রেড অ্যাালার্ট

রেড অ্যাালার্ট

দেশের একাধিক জায়গায় রেড অ্যালার্ট জারি করার কথা জানানো হয়েছে। পাঞ্জাব , হরিয়ানা, চন্ডিগড়, রাজস্থান সহ বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। আগামী ২ দিনের মধ্যেই সেখানে তাপমাত্রা বাড়বে বলে খবর। উত্তর প্রদেশেরে পূর্বপ্রান্তেও একই পরিস্থিতি হতে চলেছে।

আম্ফানের পথ ধরেই ধেয়ে এল মস্ত এক ঘূর্ণিপাক, মাত্র ২০ মিনিটেই লন্ডভন্ড এলাকাআম্ফানের পথ ধরেই ধেয়ে এল মস্ত এক ঘূর্ণিপাক, মাত্র ২০ মিনিটেই লন্ডভন্ড এলাকা

English summary
Rain to come after heatwave in several parts of India, say IMD on 25 th May
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X