For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টিতে বিপর্যস্ত তেলাঙ্গানা, মৃত ৫ , জলের তোড়ে ভেসে গেল বাইক, দেখুন ভিডিও

প্রবল বৃষ্টি আর ঝড়ের তাণ্ডবে বিপর্যন্ত তেলাঙ্গানা। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সেখানে মৃত্যু হয়েছে ৫ জনের।

Google Oneindia Bengali News

প্রবল বৃষ্টি আর ঝড়ের তাণ্ডবে বিপর্যন্ত তেলাঙ্গানা। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সেখানে মৃত্যু হয়েছে ৫ জনের। ক্ষতি হয়েছে প্রায় ১০০কোটি টাকা মূল্যের শস্যের। যা রীতিমত চিন্তায় ফেলেছে তেলাঙ্গানা সরকারকে।

বৃষ্টিতে বিপর্যস্ত তেলাঙ্গানা, মৃত ৫ , জলের তোড়ে ভেসে গেল বাইক, দেখুন ভিডিও

[আরও পড়ুন: ভোররাতে কলকাতার রাস্তায় শিউড়ে ওঠা ঘটনা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার অচৈতন্য ছাত্রী][আরও পড়ুন: ভোররাতে কলকাতার রাস্তায় শিউড়ে ওঠা ঘটনা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার অচৈতন্য ছাত্রী]

তেলাঙ্গানার ওয়ারাঙ্গালে বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে ১ জনের। নালগোণ্ডাতে মৃত্যু হয়েছে ২ জনের। রাঙ্গারেড্ডি জেলাতেও মৃত্যু হয়েছে একজনের। বৃষ্টিতে বেশি ক্ষতি হয়েছে ওয়ারাঙ্গলের । বৃষ্টির জেরে বিপর্যন্ত সেকানের পরিবহন ব্যবস্থা। বহু রাস্তায় গাছ পড়ে গিয়ে দুর্যোগকে আরও ঘনীভূত করেছে। বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে। যদিও তেলাঙ্গানাতে প্রবল বৃষ্টির জেরে গরমের হাত থেকে খানিকটা স্বস্তি পাওয়া গিয়েছে তবুও বৃষ্টি পাতের মুখে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক ভিডিও-তে ধরা পড়েছে জলের তোড় এমন ছিল , যে তা ভাসিয়ে নিয়ে যায় রাস্তায় দাঁড় করানো একাধিক বাইককে।

এদিকে তেলাঙ্গানার বিভিন্ন অংশে বৃষ্টিপাতের জেরে কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। চাষাবাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে এই রাজ্য। হাজার কুইন্টল ধানের ইতিমধ্যেই ক্ষতি হয়ে গিয়েছে। পাশাপাশি তেলাঙ্গানার বিখ্যাত আমেরও ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয় ঘিরে বিদ্বস্ত তেলাঙ্গানা।

[আরও পড়ুন: 'তিন তালাক' ইস্যুতে অধ্যাদেশের রাস্তায় হাঁটতে চলেছে মোদী সরকার ][আরও পড়ুন: 'তিন তালাক' ইস্যুতে অধ্যাদেশের রাস্তায় হাঁটতে চলেছে মোদী সরকার ]

English summary
Rain kills five in Telangana, crop loss at 100 crore.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X