For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে বৃষ্টি চলছেই, জল থইথই নগরীতে বিপর্যস্ত জনজীবন

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মুম্বই
মুম্বই, ১১ জুলাই: টানা দু'দিনের বৃষ্টিতে জল থইথই বাণিজ্যনগরী মুম্বই। কোথাও হাঁটুসমান জল, কোথাও আবার জল কোমর ছাপিয়ে গিয়েছে। হিন্দমাতা, কোলাবা, মাহিম, কুরলা ও চেম্বুরের অবস্থা সবচেয়ে খারাপ। টানা বৃষ্টির ফলে বাস ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।

মৌসুমী বায়ু ঢোকার পর সারা দেশের সঙ্গে সঙ্গে মুম্বইয়েও বৃষ্টি শুরু হয়েছে। কিছুদিন আগেও বেশ ভারী বৃষ্টি হয়েছিল। তখনও রাস্তাঘাট জল থইথই হয়ে গিয়েছিল। কিন্তু গত দু'দিন ধরে যা বৃষ্টি হয়েছে, তাতে বিপদের মেঘ ঘনীভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টাতেই শুধু বৃষ্টিপাত হয়েছে ১৪৮.৮ মিলিমিটার! শুধু কোলাবাতেই বৃষ্টি হয়েছে ১০১ মিলিমিটার।

আগামী দু'দিনেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মুম্বইয়ে। ফলে ফিরে আসছে কয়েক বছর আগেকার স্মৃতি। তখনও এমন বৃষ্টিতে ভরাডুবি হয়েছিল বাণিজ্যনগরী মুম্বই। অমিতাভ বচ্চনের ঘরে জল ঢুকে যাওয়ায় তিনিও সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, রাস্তা থেকে জমা জল বের করে দিতে তারা নাগাড়ে পাম্প চালিয়ে যাচ্ছে। তবুও অঝোরে বৃষ্টি হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না। রাস্তা জল থইথই হওয়ায় এ দিন সকালে অফিস টাইমে দাদার, কুরলা, ওরলি, হিন্দমাতা, মাহিমে মানুষ নাস্তানাবুদ হন। কয়েকটি রাস্তায় বুক সমান জল থাকায় সরকারি বাস ঘুরপথে গন্তব্যে যাচ্ছে। বিভিন্ন জায়গায় গাছ পড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। লোকাল ট্রেনগুলি ২০ থেকে ৩০ মিনিট দেরিতে চলছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টিপাত এখন চলবে। পাশাপাশি, সমুদ্র উত্তাল থাকায় মানুষকে সতর্ক করা হয়েছে। শুক্রবার সকালে অন্তত পাঁচ মিটার উঁচু হয়ে সমুদ্রে আছড়ে পড়েছিল গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে। দুর্যোগের কারণে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

English summary
Rain in Mumbai continues, only Colaba gets 101 mm in last 24 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X