For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫, গুরুতর আহত ৫৬ জন, ব্যাহত রেল পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মায়ানগরী মুম্বই। বৃষ্টির জেরে স্তব্ধ এই বাণিজ্যনগরীর স্বাভাবিক জনজীবন। ইতিমধ্যেই প্রবল বৃষ্টি বিপর্যয়ে প্রাণ হারিয়েছএন ৩৫ জন।

  • |
Google Oneindia Bengali News

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মায়ানগরী মুম্বই। বৃষ্টির জেরে স্তব্ধ এই বাণিজ্যনগরীর স্বাভাবিক জনজীবন। ইতিমধ্যেই প্রবল বৃষ্টি বিপর্যয়ে প্রাণ হারিয়েছএন ৩৫ জন। বিভিন্ন জায়গায় বাড়ি ধসে তথা দুর্ঘটনার জেরে আহতের সংখ্যা পৌঁছেছে ৫৬ জনে। গোটা মায়ানগরী কার্যত নদীর চেহারা নিয়েছে। ইতিমধ্যেই ভেঙে পড়েছে ৩টি বাড়ি। জলের নিচে একাধিক রাস্তা। গত তিন দিন ধরে ক্রমাগত ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। আবহাওয়া দফতরসূত্রের খবর , আগামী ৫ দিনে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিপর্যস্ত রেল পরিষেবা

মুম্বইয়ের অন্যতম লাইফলাইন ট্রেন পরিষেবা। প্রবল বৃষ্টির জেরে তা থমকে রয়েছে। বিভিন্ন জায়গায় রেলট্র্যাকে জল দাঁড়িয়ে গিয়ে বিপর্যস্ত রেল পরিষেবা। সিওন, নাল্লাসোপারা, বিরারে স্তব্ধ ছিল রেল চলাচল। তবে সেন্ট্রাল মুম্বইয়ে রলে চলাচল খানিকটা স্বাভাবিক।

ওডালায় বৃষ্টি

মুম্বইয়ের ওয়াডালায় ব্যপক বৃষ্টির জেরে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি। জল দাঁড়িয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার সড়ক পথে যাতায়াত।

দাদরে শিখ গুরদ্বারাার ছবি

মুম্বইয়ের দাদরের শিখ গুরদ্বারায় চলছে ত্রাণের কাজ। সেখানে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা রান্না করছেন। বিপর্যস্তদের ত্রাণে তাঁরা যেমন এগিয়ে এসেছেন। তেমনই টাটা হাসপাতালেও তাঁরা ক্ষতিগ্রস্তদের খাবার পাঠাচ্ছেন।

প্রবল জলোচ্ছাস

বৃষ্টিতে ফুঁসে উঠছে আরব সাগর। মুম্বই তীরবর্তী আরব সাগরের জলোচ্ছাস এদিন ধরা পড়েছে ভিডিওতে।

স্তব্ধ ডাব্বা ওয়ালাদের পরিষেবা

মুম্বিয়ে বিভিন্ন অফিসে খাবার পৌঁছানোর জন্য ডাব্বাওয়ালারা বেশ খ্যাত। সেই ডাব্বাওয়ালাদের পরিষেবা এদিন স্বব্ধ রয়েছে প্রবল বৃষ্টির জেরে।

English summary
Rain hampers Mumbai city life,Train Services Affected
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X