উত্তর প্রদেশে প্রবল ঝড়বৃষ্টিতে মৃত কমপক্ষে ১৫, এক ধাক্কায় কমল তাপমাত্রা
তাপপ্রবাহের দাপটে ঝলসে যাওয়ার উপক্রম হয়েছিল উত্তর ভারতের রাজ্যগুলির। সেই দহন থেকে কিছুটা হলেও মুক্তি পেলেন উত্তর প্রদেশের বাসিন্দারা। বৃহস্পতিবার রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রবলবর্ষণ তার সঙ্গে তীব্র ঝড় হয়েছে। তাতে এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমেগেলেও বিনিময়ে দিতে হয়েছে চরম মূল্য। ঝড়বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জন।

দাবদাহে বাড়ছে মৃতের সংখ্যা
৬ জন মারা গিয়েছেন মৈনপুরীতে, ৩ জন কাশগঞ্জে ও এটায়, আগ্রা, পিলবিট ও রামপুরে মৃত্যু হয়েছে মোট তিন জনের। প্রাণহানীর ঘটনায় কিছুটা হলেও আতঙ্কিত বাসিন্দারা। ঝড়ের দাপটে উড়ে গিয়েছে একাধিক বাড়ির চাল। গাছ উপড়ে পড়েছে। তবে তাপমাত্রার পতন কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বাসিন্দাদের। রাজ্যেই এই বৃষ্টি দিয়েই বর্ষার আগমনের পথ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

দহন অব্যাহত
রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি স্বস্তি পেলেও পূর্বাঞ্চলের জেলাগুলিতে এখনও দহন অব্যাহত। এরমধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ঝাঁসির। বৃহস্পতিবার ঝাঁসির তাপমাত্রা ছিস ৪৭ ডিগ্রি সেলসিয়াস। একই অবস্থা বারাণসী এবং বান্দার। আগামী কয়েকদিন এখানে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে এখনই গরম থেকে রেহাই মিলবে না।

রয়েছে ঝড়ের পূর্বাভাস
হরিয়ানা উপর সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় অলিগড়, মথুরা, বরেলি,গোরখপুর, বাহরিচে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার দেশে বর্ষা ঢুকছে ৮ জুন। নির্ধারিত সময়ের চেয়ে তিনদিন দেরিতে।