For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের যোগাযোগ দৃঢ় করতে বাংলাদেশ ও উত্তরপূর্ব রাজ্যের রাজধানীকে একসূত্রে গাঁথতে চায় রেল

বাংলাদেশ ও উত্তরপূর্ব রাজ্যের রাজধানীকে একসূত্রে গাঁথতে চায় রেল

Google Oneindia Bengali News

ভারতীয় রেল পরিষেবাকে আরও প্রসারিত করার জন্য উত্তরপূর্ব রাজ্যের আটটি রাজধানীগুলির সঙ্গে সংযোগ স্থাপন ও ভারতের অন্যান্য অংশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ দৃঢ় করতে রেল একটি প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রেলমন্ত্রী পীযুশ গোয়েল এই তথ্য জানিয়েছেন।

দেশের যোগাযোগ দৃঢ় করতে বাংলাদেশ ও উত্তরপূর্ব রাজ্যের রাজধানীকে একসূত্রে গাঁথতে চায় রেল


বিভিন্ন প্রদেশের মধ্যে যাতে সুষ্ঠ যোগাযোগ ব্যবস্থা থাকে তার জন্য কেন্দ্র সব ধরনের উন্নয়নের ওপর মনোনিবেশ করেছে। উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেল (‌এনএফআর) ইতিমধ্যেই অসমের প্রধান শহর গৌহাটি (‌‌সংলগ্ন রাজধানী দিসপুর), ত্রিপুরার রাজধানী আগরতলা ও অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। পীযূশ গোয়েল বলেন, '‌১২ কিমি লম্বা আগরতলা–আখউরা (‌বাংলাদেশ)‌ রেল প্রকল্পের কাজ চলছে, যা ত্রিপুরার রেল নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশের রেল নেটওয়ার্ককে যুক্ত করবে। একবার এই প্রকল্প সম্পূর্ণ হয়ে গেলে ত্রিপুরা ও কলকাতার মধ্যে দুরত্ব ১,১০০ কিমি হ্রাস পাবে।’‌

দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ ত্রিপুরাতে স্পেশাল ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গোয়েল জানান, আত্মনির্ভর ভারতের অন্তর্গত প্রত্যেক জেলা থেকে নতুন পণ্য বাছাই করা হবে এবং তা সব ধরনের উদ্যোগ নিয়ে তার বিকাশ করে ভারত ও বিদেশের বাজারে নিয়ে আসা হবে। সেজ তৈরি করা হয়েছে দক্ষিণ ত্রিপুরার সাবরুম শহর সংলগ্ন পশ্চিম জালেফায়, যা দক্ষিণ আগরতলা থেকে ১৩০ কিমি দূরে, কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে মাত্র ৭২ কিমি দূরে। গোয়েল জানিয়েছেন, রবার, বাঁশ, কৃষিজাত পণ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ ইন্ডাস্ট্রি সেজে তৈরি করা হবে এবং এতে ৬৫০ কোটি বিনিয়োগ করা হয়েছে। ‌

৫০ শতাংশ ভোট চায় বিজেপি! অনিল বিশ্বাসের তত্ত্ব খাঁড়া করলেন বিজেপি সভাপতি৫০ শতাংশ ভোট চায় বিজেপি! অনিল বিশ্বাসের তত্ত্ব খাঁড়া করলেন বিজেপি সভাপতি


English summary
railways will soon be connected to the northeastern state capital and bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X