For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উৎসবের মরশুমকে কাজে লাগিয়ে ২০০টি বিশেষ ট্রেন চালু করবে রেল

Google Oneindia Bengali News

অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম। আর এই সময় নিউ নর্মালকে কাজে লাগিয়ে অনেকেই বন্দিদশা ছেড়ে বেড়িয়ে পড়তে চাইছেন। এই সুযোগকে হাতছাড়া করতে চায় না ভারতীয় রেল। তাই তারাও ২০০টি বিশেষ ট্রেন চালু করতে চলেছে ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে।

উৎসবের মরশুমকে কাজে লাগিয়ে ২০০টি বিশেষ ট্রেন চালু করবে রেল

রেল বোর্ডের চেয়ারম্যান ও সিইও ভিকে যাদব বলেন, '‌আমরা প্রত্যেক জোনের জেনারেল ম্যানেজারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এবং তাঁদের নির্দেশ দিয়েছি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে সেখানকার করোনা ভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করতে। তাঁদেরকে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তারপরই ছুটির মরশুমে কতগুলি ট্রেন চালু করা হবে সে বষাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের ইচ্ছা রয়েছে ২০০টি ট্রেন চালু করার, এই সংখ্যাটা আরও বেশিও হতে পারে।'‌

যাদব এও জানান যে রাজ্য সরকারের দরকার অনুযায়ী যাত্রীদের দৈনিক ট্রেনের প্রয়োজনীয়তা রয়েছে কিনা তা জানার চেষ্টা করবে রেল। তিনি বলেন, '‌যাত্রীবাহী ট্রেন যেহেতু এখন উদ্বেগের কারণ, তাই আমরা ঠিক করেছি যে যানজটের পরিস্থিতি এবং দৈনিক করোনা ভাইরাসের অবস্থান জানার পরইপ্রয়োজন অনুসারে ট্রেন চালাবো। যদি দরকার পড়ে তবেই ট্রেন চলবে।'‌

রেলের পক্ষ থেকে সম্প্রতি দেনিক যাত্রীবাহী ট্রেন বন্ধ করে রাখা হয়েছে করোনা ভাইরাস মহামারির কারণে। ২২ মার্চ থেকে এই ট্রেন পরিয়েবা বন্ধ রয়েছে। কেবলমাত্র ১২ মে দিল্লি থেকে ১৫ জোড়া রাজধানী এক্সপ্রেস দেশের বিভিন্ন প্রান্তে এবং ১ জুন থেকে ১০০ জোড়া দুরপাল্লার ট্রেন চালু করা হয়। এর সঙ্গে ১২ সেপ্টেম্বর থেকে যুক্ত হয়েছে আরও ৮০টি ট্রেন।

English summary
Railways will introduced 200 special trains during the festive season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X