For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিড়ে দাঁড়ানোর হ্যাপা শেষ! পয়লা নভেম্বর থেকে সারা দেশেই এই সুবিধা চালু ভারতীয় রেলের

টিকিট কাউন্টারের বাইরের লাইন দেওয়ার দিন শেষ। রেলের অসংরক্ষিত কামরার টিকিট এবার অনলাইনেই। সূত্রের খবর অনুযায়ী, ১ নভেম্বর থেকে ভারতীয় রেলের ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে সারা দেশে এই টিকিট কাটার সুবিধা

  • |
Google Oneindia Bengali News

টিকিট কাউন্টারের বাইরের লাইন দেওয়ার দিন শেষ। রেলের অসংরক্ষিত কামরার টিকিট এবার অনলাইনেই। সূত্রের খবর অনুযায়ী, ১ নভেম্বর থেকে ভারতীয় রেলের ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে সারা দেশে এই টিকিট কাটার সুবিধা পাওয়া যাবে। বেশ কিছু জায়গায় অ্যাপটি চালু হলেও তা প্রচারের অন্তরালেই থেকে গিয়েছে।

ভিড়ে দাঁড়ানোর হ্যাঁপা শেষ! পয়লা নভেম্বর থেকে সারা দেশেই এই সুবিধা চালু ভারতীয় রেলের

চারবছর আগে এই প্রকল্প শুরু করা হলেও, মুম্বই বাদ দিয়ে আর কোথাও সেরকম জনপ্রিয়তা পায়নি। এই প্রকল্প প্রথম শুরু করা হয়েছিল মুম্বইয়ে। পরে তা শুরু করা হয় দিল্লি-পালওয়াল ও চেন্নাইতে।

ভারতীয় রেলের ১৫ টি জোনে ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটার সুবিধা চালু করা হয়েছে। বাদ রয়েছে উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেল এবং পশ্চিম-মধ্য রেলে।

রেল সূত্রে খবর, তাদের তরফে চেষ্টা করা হচ্ছে যাতে বেশি সংখ্যক মানুষ এই অ্যাপের সুবিধা গ্রহণ করতে পারেন। আস্তে আস্তে সংখ্যাটা বাড়ছে। রেল কর্তৃপক্ষ আশাবাদী অ্যাপের গুরুত্ব বুঝতে পারবেন আরও বেশি সংখ্যক মানুষ। এবং অনলাইনেই টিকিট কাটার সুবিধাকে বেছে নেবেন তাঁরা।

রেল সূত্রে খবর একাধিক জোনে এই অ্যাপের ব্যবহার শুরু না হওয়ার অনেক মানুষ এর ব্যবহার থেকে বঞ্চিতই থেকে গিয়েছেন। তবে পয়লা নভেম্বর থেকে সারা দেশেই এই অ্যাপের সুবিধা পাওয়া যাবে। গত চারবছরে প্রায় ৪৫ লক্ষ মানুষ এই অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রতিদিন এই অ্যাপের মাধ্যমে ৮৭ হাজার টিকিট বিক্রিতে প্রায় ৪৫ লক্ষ টাকার আয় হয় বলে জানা গিয়েছে।

ভারতীয় রেলের ইউটিএস মোবাইল অ্যাপের সুবিধা নিতে গেলে, যাত্রীকে নির্দিষ্ট ষ্টেশন থেকে ২৫-৩০ মিটার দূরে থাকতে হবে। এই দূরত্বেই একসঙ্গে চারটি টিকিট কাটা যাবে। নথিভুক্ত ব্যবহারকারী টিকিট কাটার সুবিধা ছাড়াও, প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন। মাসিক টিকিটও কাটা যাবে এই অ্যাপের মাধ্যমে।

English summary
Railways’ UTS app to book unreserved tickets online to go live from 1 November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X