For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টুইটেই মাত দিল ভারতীয় রেল! চাপে বেসরকারি বিমান সংস্থা

যাত্রী নিয়ে কড়া প্রতিদ্বন্দ্বিতা বিমান আর ট্রেনে। সেই প্রতিদ্বন্দ্বিতা আর কয়েকগুণ বাড়িয়ে দিল ভারতীয় রেলের সাম্প্রতিক টুইট।

  • |
Google Oneindia Bengali News

যাত্রী নিয়ে কড়া প্রতিদ্বন্দ্বিতা বিমান আর ট্রেনে। সেই প্রতিদ্বন্দ্বিতা আর কয়েকগুণ বাড়িয়ে দিল ভারতীয় রেলের সাম্প্রতিক টুইট। ওয়েব চেক-ইন-এর বাড়তি মূল্য নেওয়ার কথা ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। তারই প্রেক্ষিতে রেল বলছে ওয়েব চেক-ইন-এ বাড়তি প্রিমিয়াম কেন দেবে, যেখানে ট্রেন পেয়ে যাচ্ছেন।

 টুইটেই মাত দিল ভারতীয় রেল! চাপে বেসরকারি বিমান সংস্থা

গত এক সপ্তাহে এটা দ্বিতীয় ঘটনা। যখন রেলওয়ে বিমান সংস্থার থেকে যাত্রী ছিনিয়ে নিতে কার্যত ঝাঁপিয়ে পড়েছে।

ভারতীয় রেল বলছে, ওয়েব চেক-ইন-এর জন্য বাড়তি চার্জ দেওয়ার দরকার নেই। আর লাগেজ নিয়ে দীর্ঘ লাইনেও দাঁড়ানো প্রয়োজন নেই। সাশ্রয়ী মূল্যে ভারতীয় রেলকেই বেছে নিতে আহ্বান জানানো হয়েছে, রেলের টুইটে।

দেশীয় বিমান পরিবহণের বাজারের ৪৩ শতাংশ ইন্ডিগোর দখলে। তারা ১৪ নভেম্বর থেকে ওয়েব চেক-ইন-এর নামে লেভি ধার্য করেছে। বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, তারা এই সিদ্ধান্তের পর্যালোচনা করবে।

ভারতীয় রেল আর বিমান সংস্থার লড়াই এই প্রথম নয়। ২০১৬-তে রেলে ফ্লেক্সি ফেয়ার চালু হতেই, এয়ার ইন্ডিয়ার তরফে পোস্টার দেওয়া হয়েছিল। তাতে বলে হয়েছিল, এয়ার ইন্ডিয়ার স্পট ফেয়ার রাজধানী(IIA)র থেকে সস্তা।

English summary
Railways takes a dig at IndiGo with free 'check-in' offer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X