For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোয়ারেন্টাইন কোচ ছাড়াও করোনা রুখতে যেভাবে নিরন্তর কাজ করছে রেল!

Google Oneindia Bengali News

ক্রমেই ৬ হাজারের দিকে এগোচ্ছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি সংক্রমণের জেরে মৃতের সংখ্যাও বেড়ে গিয়ে ২০০-র কাছাকাছি পৌঁছাচ্ছে। এমনটাই জানা যাচ্ছে কেন্দ্রের করোনা সম্পর্কিত বুলেটিন প্রকাশে। সরকারি ভাবে ২৪ ঘণ্টার রিপোর্ট বলছে, সারা দেশে ৫৪০ টি নতুন করোনা ভাইরাসের ঘটনা ঘটেছে। নতুন করে ১৭ জনের মৃত্যুর খবর এসেছে।

কোয়ারেন্টাইন কোচে আইসোলেশন বেড তৈরি

কোয়ারেন্টাইন কোচে আইসোলেশন বেড তৈরি

এদিকে এই পরিস্থিতিতে করোনা রুখতে সবরকম সাহায্য করতে এগিয়ে এসেছে রেল। দেশজুড়ে কয়েক হাজার কোয়ারেন্টাইন কোচে আইসোলেশন বেড তৈরি করেছে রেল। রায় ৩.২ লক্ষ রোগী রাখার ব্যবস্থা করা হয়েছে রেলের পক্ষে। তবে এছাড়াও আরও বিভিন্ন ভাবে সাহায্য করেছে রেল। আজ সেই কথাটাই তুলে ধরা হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে।

রেলের ৭২টি হাসপাতালে চলছে চিকিৎসা

রেলের ৭২টি হাসপাতালে চলছে চিকিৎসা

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানান, এখনও পর্যন্ত রেলের তরফে ২৫০০ চিকিৎসক ও ৩৫ হাজার স্বাস্থ্যকর্মী করোনা মোকাবিলায় নিরন্তর কাজ করে চলেছে। মোট ৫৮৬ ইউনিট এই কাজে নিযুক্ত। তাছাড়া ৫৬টি ডিভিশনাল ও ১৬টি জোনাল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

দেশের পরিস্থিতি কেমন এখন?

দেশের পরিস্থিতি কেমন এখন?

ভারতে ৫৭৩৪ জন করোনার কেস পাওয়া গিয়েছে এখনও। স্বাস্থ্যমন্ত্রকের হিসাব বলছে ভারতে ১৬৬ জনের মৃত্যু হয়েছে করোনরা জেরে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ১৬৬ জনের মৃত্যু সংবাদ যেমন নিরাশারা বার্তা নিয়ে আসে, তেমনই ভারতে ৪৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। যে ঘটনাও প্রাসঙ্গিক এমন সংকটের পরিস্থিতিতে। ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যায় ৫০৯৫ জন আক্রান্ত।

করোনা পরীক্ষার হার বেড়েছে

করোনা পরীক্ষার হার বেড়েছে

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক বৈঠকের সময় উপস্থিত ছিলেন আইসিএমআর-এর প্রতিনিধিও। তিনি এদিন জানান, দেশে এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ৩০ হাজার স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এদের মধ্যে থেকে ৫৩৭৪টি স্যাম্পেল পজিটিভ। শতাংশের নিরিখে যা ৩ থেকে ৫ শতাংশের মাঝে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ১৪৩টি স্যাম্পেল টেস্ট করা হয়, যাতে ৫৪০টি পজিটিভ আসে।

English summary
railways deplyed doctors and gave away 72 hospitals for treating covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X