For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৯ জোড়া নতুন এসি ট্রেন পরিষেবার ঘোষণা রেলের, দেখে নিন তার সম্পূর্ণ তালিকা

৩৯ জোড়া নতুন এসি ট্রেন পরিষেবার ঘোষণা রেলের

Google Oneindia Bengali News

‌আরও ৩৯ জোড়া (‌৭৮টি নতুন ট্রেন)‌ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ট্রেন পরিষেবাকে বাড়াতেই এই ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে, প্রাথমিকভাবে সুবিধাজনক তারিখ থেকে এই ট্রেন পরিষেবাগুলি চালু করা হবে। জেনারেল এসি এক্সপ্রেস, শতাব্দী, রাজধানী ও দুরন্ত সহ নতুন ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল। তাহলে দেখে নেওযা যাক ৩৯টি ট্রেনের নাম, যাদের পরিষেবা শীঘ্রই শুরু হবে।

৩৯ জোড়া নতুন এসি ট্রেন পরিষেবার ঘোষণা রেলের, দেখে নিন তার সম্পূর্ণ তালিকা


১)‌ লোকমায়া তিলক টার্মিনাল থেকে হরিদ্বার এসি এক্সপ্রেস–সপ্তাহে ২ দিন

২)‌ লোকমায়া তিলক টার্মিনাল থেকে লখনউ এসি এক্সপ্রেস–সাপ্তাহিক

৩)‌ আজনি থেকে পুনে এসি এক্সপ্রেস–সাপ্তাহিক

৪)‌নাগপুর থেকে অমৃসর–সাপ্তাহিক

৫)‌ কামাখ্যা থেকে লোকমায়া তিলক টার্মিনাল এসি এক্সপ্রেস–সাপ্তাহিক

৬)‌কামাখ্যা থেকে যশবন্তপুর এসি এক্সপ্রেস–সাপ্তাহিক

৭)‌ নিজামুদুদ্দিন থেকে পুনে এসি এক্সপ্রেস–সাপ্তাহিক

৮)‌ আনন্দ বিহার থেকে নাহারলাগুন এসি এক্সপ্রেস–সাপ্তাহিক

৯)‌ দিল্লি থেকে কাতরা এসি এক্সপ্রেস–প্রতিদিন

১০)‌ বার্মার থেকে যশবন্তপুর এসি এক্সপ্রেস–সাপ্তাহিক

১১)‌ সেকেন্দ্রাবাদ থেকে শালিমার এসি এক্সপ্রেস–সাপ্তাহিক

১২)‌ লিনগামপাল্লি থেকে কাকিনাড়া টাউন এসি এক্সপ্রেস–সপ্তাহে তিনদিন

১৩)‌ সেকান্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম এসি এক্সপ্রেস–সাপ্তাহিক

১৪)‌ সাঁতরাগাছি থেকে চেন্নাই এসি এক্সপ্রেস- সপ্তাহে দু'বার

১৫)‌ হাওড়া থেকে যশবন্তপুর এসি এক্সপ্রেস–সাপ্তাহিক

১৬)‌ চেন্নাই থেকে মাদুরাই এসি এক্সপ্রেস–সপ্তাহে তিনবার

১৭)‌ বান্দ্রা থেকে ভুজ এসি এক্সপ্রেস– সপ্তাহে তিনবার

১৮)‌ ভুবনেশ্বর থেকে আনন্দ বিহার এসি দুরন্ত–সপ্তাহে একবার

১৯)‌ ভুবনেশ্বর থেকে দিল্লি এসি দুরন্ত–সাপ্তাহিক

২০)‌ নিজামুদ্দিন থেকে পুনে এসি দুরন্ত–সপ্তাহে দু'বার

২১)‌ হাওয়াদা থেকে পুনে এসি দুরন্ত–সপ্তাহে দু'বার

২২)‌ চেন্নাই থেকে নিজামুদ্দিন এসি দুরন্ত–সপ্তাহে দু'বার

২৩)‌ ডিব্রুগড় থেকে দিল্লি রাজধানী–সাপ্তাহিক

২৪)‌ ডিব্রুগড় থেকে দিল্লি রাজধানী–সপ্তাহে দু’‌বার

২৫)‌মুম্বই সেন্ট্রাল থেকে নিজামুদ্দিন রাজধানী–প্রতিদিন

২৬)‌ বান্দ্রা থেকে নিজামুদ্দিন যুব এক্সপ্রেস–সাপ্তাহিক

চেয়ার কার সহ এসি ট্রেন

১)‌ বেঙ্গালুরু থেকে চেন্নাই শতাব্দী–মঙ্গলবার বাদে প্রতিদিন

২)‌ মুম্বই সেন্ট্রাল থেকে আহমেদাবাদ শতাব্দী–রবিবার বাদে রোজ

৩)‌ চেন্নাই থেকে কোয়েম্বাটোর শতাব্দী–মঙ্গলবার বাদে প্রতিদিন

৪)‌ দিল্লি থেকে হাবিবগঞ্জ শতাব্দী–প্রতিদিন

৫)‌ দিল্লি থেকে অমৃতসর শতাব্দী–প্রতিদিন

৬)‌ দিল্লি থেকে দেরাদুন শতাব্দী–প্রতিদিন

৭)‌ দিল্লি থেকে অমৃতসর শতাব্দী–বৃহস্পতিবার বাদে প্রতিদিন

৮)‌হাওড়া থেকে রাঁচি শতাব্দী–রবিবার বাদে প্রতিদিন

৯)‌ দিল্লি থেকে বৈষ্ণোদেবী কাতরা বন্দে ভারত–মঙ্গলবার বাদে রোজ

১০)‌ জয়পুর থেকে দিল্লি সরাই রোহিল্লা ডাবল ডেকার–প্রতিদিন

১১)‌ আহমেদাবাদ থেকে মুম্বই সেন্ট্রাল ডাবল ডেকার–রবিবার বাদে প্রতিদিন

১২)‌ চেন্নাই থেকে ব্যাঙ্গালুরু ডাবল ডেকার–প্রতিদিন

১৩)‌ বিশাখাপত্তনম থেকে তিরুপতি ডাবল ডেকার–সপ্তাহে তিনদিন

গত সপ্তাহেই রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ২০০টি বিশেষ ট্রেন পরিষেবা শুরু করা হবে। কারণ যাত্রীরা উৎসবের মরশুমেই ঘুরতে যায়। গত ২২ মার্চ থেকে রেল সব যাত্রীবাহী ট্রেন বন্ধ করে দিয়েছে করোনা সংক্রমণের ভয়ে। বিভিন্ন জোনের সঙ্গে আলোচনা করে তবেই এই যাত্রীবাহী ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে রেল।


English summary
railways announces 39 pairs of new ac train service check out its full list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X