For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা মামলার রায়দান ঘিরে বাড়ছে তোরজোর, নির্দেশিকা জারি করল রেলপুলিস

রেল পুলিসের তরফ থেকেই একাধিক পদক্ষেপ করা হচ্ছে। সাত পাতার নির্দেশিকা জারি করেছে রেলপুলিস। সেই নির্দেশিকায় কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।

Google Oneindia Bengali News

এগিেয় আসছে অযোধ্যা মামলার রায়দান। যেকোনও দিন রায়দান করতে পারে সুপ্রিম কোর্ট। তার আগে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রেল পুলিসের তরফ থেকেই একাধিক পদক্ষেপ করা হচ্ছে। সাত পাতার নির্দেশিকা জারি করেছে রেলপুলিস। সেই নির্দেশিকায় কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। একাধিক ট্রেন গার্ড করে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের। এছাড়াও উত্তর প্রদেশের একাধিক রেলস্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অযোধ্যা মামলার রায়দান ঘিরে বাড়ছে তোরজোর, নির্দেশিকা জারি করল রেলপুলিস

সাত পাতার নির্দেশিকায় বলা হয়েছে রেল ইয়ার্ড, স্টেশনের পার্কিং, প্লাটফর্ম, ওভার ব্রিজ, টানেল রেল পুলিসের আওতায় থাকা সব জায়গায় কড়া নজরদারি চালাতে হবে। মুম্বই, দিল্লি সহ উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রের মোট ৭৮টি স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্টেশনে স্টেশনে আরপিএফের সংখ্যা বাড়ানো হয়েছে। স্টেশন গুলিকে ১০০ শতাংশ আলোকিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য সময়ে বিদ্যুৎ বাঁচাতে স্টেশনে ৩০ শতাংশ আলো জ্বালানো থাকে। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা কেউ না ঘটাতে পারে সেকরাণে আলো বেশি জ্বালিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গতকাল থেকেই অযোধ্যায় রুটমার্চ শুরু করেছে আধাসেনা। উত্তর প্রদেশ পুলিসের পক্ষ থেকেও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। কোনও রকম অনুষ্ঠান জলসা বাতি করা হয়েছে ডিসেম্বরম মাস পর্যন্ত। এমন কী ইট, পাথর, অ্যাসিড বিক্রিও বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও রকম ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিসি টহল চলছে জায়গায় জায়গায়। অযোধ্যার বাসিন্দারাও সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে বাড়ির মেয়ে ও শিশুদের অন্যত্র পাঠিয়ে দিচ্ছেন। ঘরে বাড়তি খাবার সংগ্রহ করে রাখতে শুরু করেছেন তাঁরা।

English summary
railway police issued a seven-page advisory to all its zones
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X