For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনে ওঠার আগে পরেছেন কি মাস্ক, না হলে কোন শাস্তি, জানাল ভারতীয় রেল

রাস্তাঘাটে অনেককেই দেখা যাচ্ছে তাঁরা করোনা (coronavirus) সম্পর্কিত নির্দেশিকা মানছেন না। মাস্ক পরছেন না। মানছেন না শারীরিক দূরত্ব। তবে রেলযাত্রায় (indian railways) এসব করার চিন্তাভাবনা করলে আগে থেকে

  • |
Google Oneindia Bengali News

রাস্তাঘাটে অনেককেই দেখা যাচ্ছে তাঁরা করোনা (coronavirus) সম্পর্কিত নির্দেশিকা মানছেন না। মাস্ক পরছেন না। মানছেন না শারীরিক দূরত্ব। তবে রেলযাত্রায় (indian railways) এসব করার চিন্তাভাবনা করলে আগে থেকে অভ্যাসের পরিবর্তন করতে পারেন। রেলের থেকে এব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, মাস্ক যদি না পরেন, শারীরিক দূরত্ব বজায় না রাখেন, তাহলে, রেলের বিভিন্ন আইনে আপনার শাস্তি হতে পারে। যার মধ্যে রয়েছে জরিমানা, হাজতবাস, কিংবা উভয়ই। এব্যাপারে নির্দেশিকা কার্যকর করবে আরপিএফ (rpf)।

সহ সভাপতি হওয়ার পর প্রথমবার, মুকুলের সঙ্গে 'দ্বন্দ্ব' দিলীপের! পুজোর আগেই মতপার্থক্য প্রকাশ্যেসহ সভাপতি হওয়ার পর প্রথমবার, মুকুলের সঙ্গে 'দ্বন্দ্ব' দিলীপের! পুজোর আগেই মতপার্থক্য প্রকাশ্যে

আরপিএফ-এর গাইডলাইন

আরপিএফ-এর গাইডলাইন

সামনেই উৎসবের মরশুম। স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। সাতমাস ঘরে বন্ধ থাকার পর অনেকেই আর দিনগুলিকে সেভাবে কাটাতে রাজি নন। তাঁরা একটু স্বাধীন হতে চান। তবে এব্যাপারে সাবধানতা অবলম্বরের পরামর্শ দিয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তাদের তরফে গাইডলাইনও জারি করা হয়েছে। রেলের সীমানায় প্রবেশ করলেই এইসব গাইডলাইনগুলি কার্যকর শুরু হয়ে যাবে।

যাত্রীদের অবশ্য কর্তব্য

যাত্রীদের অবশ্য কর্তব্য

এর মধ্যে রয়েছে, মাস্ক সঠিকভাবে পরতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ব। এছাড়াও কোনও করোনা আক্রান্ত ব্যক্তি যদি ট্রেনে ওঠেন, কিংবা সন্দেহজনক কোভিড রোগী ফলাফলের অপেক্ষায় রয়েছেন, তারা ট্রেনে উঠতে পারবেন না। রেলের টিম বলে দেওয়ার সত্ত্বেও যদি গাড়িতে ওঠেন, তাদের ক্ষেত্রেও এই শাস্তি কার্যকর করা হবে।

 থুতু ফেলাও শাস্তিযোগ্য অপরাধ

থুতু ফেলাও শাস্তিযোগ্য অপরাধ

রেলের এলাকায় প্রবেশের পর, কিংবা ট্রেন থেকে যদি কোনও যাত্রী থুতু ফেলেন, তাহলে, তাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্যা করা হবে। এছাড়াও কোনও যাত্রী যদি কোনও অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি করেন, তাও শাস্তিযোগ্য অপরাধ।

শাস্তি যেসব ধারায়

শাস্তি যেসব ধারায়

রেলওয়ে আইন ১৯৮৯-এর ১৪৫, ১৫৩, ১৫৪ নম্বর ধারার এই শাস্তি দেওয়ার হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ১৪৫ নম্বর ধারায় মদ খেয়ে মাতলামি, কিংবা অসভ্যতা করলে একমাসের জেল এবং ২৫০ টাকার জরিমানার কথা বলা হয়েছে। ১৫৩ নম্বর ধারায় রয়েছে, যাত্রীর সুরক্ষা বিধি ভঙ্গের কথা। এব্যাপারে সর্বোচ্চ ৫ বছরের জেল ও জরিমানা উভয়ই হতে পারে। রেলের ১৫৪ নম্বর ধারা ভঙ্গ করলে, একবছরের জেল কিংবা জরিমানা কিংবা উভয়ই হতে পারে।

English summary
Railway passengers will be booked under various section, if they not maintain Covid-19 protocols
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X