For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেল বাজেট পেশের আগেই ফেসবুক-টুইটারে যোগ দিল রেল মন্ত্রক

Google Oneindia Bengali News

রেল বাজেট পেশের আগেই ফেসবুক-টুইটারে যোগ দিলেন রেলমন্ত্রক
নয়াদিল্লি, ৮ জুলাই : আজ রেল বাজেট। আর তার আগেই সোমবার সরকারি টুইটার অ্যাকাউন্ট এবং ফেসবুর পেজ চালু করল রেল মন্ত্রক। সোস্যাল মিডিয়াকে হাতিয়ার করে দ্রুত তথ্য প্রচার করার লক্ষ্যেই ফেসবুক ও টুইটারে রেলমন্ত্রক সক্রিয় হল বলে জানালেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া।

রেলমন্ত্রী বলেন, "আমরা মঙ্গলবার রেল বাজেট পেশ করতে চলেছি। বাজেট উপস্থাপন করার সঙ্গে সঙ্গেই তা ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টেও দিয়ে দেওয়া হবে।" আম জনতার কাছে দ্রুত পৌছনোর ক্ষেত্রে রেল মন্ত্রককে এই উদ্যোগ নয়া দিশা দেখাবে বলেই আশা সদানন্দ গৌড়ার। এছাড়াও ইউ টিউব-এও বাজেটের তথ্য পাওয়া যাবে।

সদানন্দ গৌড়া জানিয়েছেন, মঙ্গলবার থেকে সোস্যাল নেটওয়ার্কিং সাইটে জনতা সমস্ত তথ্য পেতে পারবেন। তিনি জানিয়েছেন এই পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনিই সবাইকে বলেছেন তথ্য সম্প্রচার নিয়ে সক্রিয় হতে। সোস্যাল মিডিয়া বর্তমান যুগের সবচেয়ে আধুনিক পথ কম সময়ে বহু সংখ্যক মানুষের কাছে পৌছনোর ক্ষেত্রে। তাই প্রশাসনিক প্রধান ও আধিকারিকদের এই বিশয় সম্যক জ্ঞান থাকাও আবশ্যক বলে জানিয়েছেন তিনি।

তথ্য সম্প্রচারের উদ্যোগের বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে, বাজেট শুনতে একটি নতুন টেলিফোন নম্বরও প্রকাশ করা হয়েছে। এই নম্বরটি হল ০২২-৪৫০১৫৫৫। এই নম্বরটি ডায়েল করে যে কেউ চলতি রেল বাজেট শুনতে পারবেন বলেও জানিয়েছেন রেলমন্ত্রী।

রেল অনুসন্ধানকারী নম্বর '১৩৯'-কে টোল ফ্রি নম্বর করে দেওয়া হবে শীঘ্রই। রেল বাজেটে এই সংক্রান্ত ঘোষণা করা গবে।

এনডিএ সরকারের প্রথম রেলবাজেট মানুষের স্বার্থে হবে কি না সে প্রশ্নে রেলমন্ত্রীর জবাব, এনডিএ সরকার হোক বা কংগ্রেস কিংবা কমিউনিস্ট সরকার, বাজেট সর্বদা মানুষের স্বার্থেই হওয়া উচিত।

English summary
Railway Ministry joins Facebook, Twitter ahead of Rail Budget
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X