For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক বছরেই প্রহরীবিহীন লেভেল ক্রসিং বন্ধ করতে চান রেলমন্ত্রী পীযূষ গোয়েল

প্রহরীবিহীন লেভেল ক্রসিং ও ত্রুটিপূর্ণ লাইনের জন্যই বারবার লাইনচ্যুত হয়ে ট্রেন দুর্ঘটনা ঘটছে। এমনটাই বললেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বিষয়টি রেলবোর্ডের সদস্যদের দ্রুত পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

প্রহরীবিহীন লেভেল ক্রসিং ও ত্রুটিপূর্ণ লাইনের জন্যই বারবার লাইনচ্যুত হয়ে ট্রেন দুর্ঘটনা ঘটছে। এমনটাই মত প্রকাশ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বিষয়টি রেলবোর্ডের সদস্য়দের দ্রুত পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন তিনি।

এক বছরেই প্রহরীবিহীন লেভেল ক্রসিং বন্ধ করতে চান রেলমন্ত্রী পীযূষ গোয়েল

দায়িত্ব নিয়েই বারবার ট্রেন দুর্ঘটনার কারণ চিহ্নিত করে ফেললেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। শনিবার উত্তর-পূর্ব রেলের সদর দফতর অসমের মালিগাঁওয়ে রেলবোর্ডের সদস্যদের নিয়ে তিনি বৈঠক করেন। এই বৈঠকে রেল বোর্ডের সদস্যদের একবছরের মধ্যে সব প্রহরীবিহীন লেবেল ক্রসিং বন্ধ করার নির্দেশ দিয়েছেন পীযূষ গোয়েল। ত্রুটিপূর্ণ রেললাইন ছাড়াও প্রহরীবিহীন লেভেল ক্রসিং-এর জন্যই অনেক দুর্ঘটনা ঘটে। একইসঙ্গে পুরনো লাইন তুলে দিয়ে নতুন লাইন বসানোর জন্যও নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী।

প্রহরীবিহীন লেভেল ক্রসিং ও ত্রুটিপূর্ণ লাইন ছাড়াও যাত্রী নিরাপত্তা নিয়েও সচেতন রেলমন্ত্রী। এখন থেকে পুরনো নকশায় ট্রেনের কোচ তৈরি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। নতুন নকশায় কোচ তৈরির নির্দেশও দিয়েছেন রেলমন্ত্রী। নতুন নকশায় কোচ তৈরি হলে, দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমে যাবে বলে মনে করছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

কলকাতায় কোল ভবনে মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পীযূষ গোয়েল।

English summary
Railway minister Piyush Goyal wants to achieve elimination of unmanned rail crossing in one year. He told India has all the ingredients for becoming a super power
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X