For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেল বাজেট পেশ ৮ জুলাই, সাধারণ বাজেট ১০ই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সংসদ
নয়াদিল্লি, ২৩ জুন: ৮ জুলাই সংসদে পেশ হবে রেল বাজেট। আর ১০ জুলাই সাধারণ বাজেট। সোমবার সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন সংসদ-বিষয়ক মন্ত্রী এম বেঙ্কাইয়া নাইডু।

প্রথমে ইঙ্গিত মিলেছিল ৯ জুলাই রেল বাজেট পেশ হবে। আর সাধারণ বাজেট পেশ হবে ১১ জুলাই। কিন্তু আজ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, উভয় দিনই একদিন করে এগিয়ে আনা হচ্ছে। কেন, সেই কারণটি অবশ্য ব্যাখ্যা করা হয়নি।

বেঙ্কাইয়া নাইডু জানান, ৭ জুলাই শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। চলবে ১৪ অগস্ট পর্যন্ত। ৮ জুলাই মোদী সরকারের প্রথম রেল বাজেট পেশ করবেন রেলমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া। ৯ জুলাই সেই বাজেটের ওপর আলোচনা হবে। তা ছাড়া ওইদিন পেশ করা হবে আর্থিক সমীক্ষা (ইকনমিক রিভিউ)-র রিপোর্ট। ১০ জুলাই ঠিক সকাল এগারোটায় সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সংসদের বাজেট অধিবেশনে কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ হবে। রাজ্যসভায় সংখ্যালঘু বিজেপি তাই এখন থেকে প্রয়োজনীয় সমর্থনের আশায় রণকৌশল ঠিক করতে শুরু করেছে।

বাজেট অধিবেশনের আগেই বেড়েছে রেলভাড়া। রেল বাজেটেও তাই আবার ভাড়া বাড়ে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পাশাপাশি, এ বার আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা দুই থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হবে বলে শোনা যাচ্ছে। যদিও এ ব্যাপারে প্রশ্ন করা হলে এ দিন কিছু জানাতে অস্বীকার করেন অরুণ জেটলি। তবে বিজেপি সূত্রে এটুকু খবর মিলেছে যে, বাজেটে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করা হবে। গরিব মানুষের স্বার্থে বিভিন্ন প্রকল্প চালু করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই ইচ্ছার প্রতিফলিত হবে এ বারের বাজেটে। আসন্ন বাজেট উপলক্ষে এখন সরকারি স্তরে চলছে চরম ব্যস্ততা।

English summary
Railway budget to be tabled on July 8, general budget on July 10
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X