For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লখনৌ স্টেশনে কলা বিক্রিতে নিষেধাজ্ঞা! অসন্তুষ্ট পর্যটক ও বিক্রেতারা

লখনৌ রেল স্টেশন কর্তৃপক্ষ স্টেশনে কলা বিক্রি বন্ধ করার জন্য নির্দেশিকা জারি করেছে। জানা গিয়েছে পরিচ্ছন্নতার কারণে এই কাজ করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

লখনৌ রেল স্টেশন কর্তৃপক্ষ স্টেশনে কলা বিক্রি বন্ধ করার জন্য নির্দেশিকা জারি করেছে। জানা গিয়েছে পরিচ্ছন্নতার কারণে এই কাজ করা হয়েছে। কলার খোসা পরিচ্ছন্নতা নষ্ট করছে বলে জানিয়ে চারবাগ স্টেশনে ফল বিক্রিও বন্ধ করে দেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষের হুঁশিয়ারি

রেল কর্তৃপক্ষের হুঁশিয়ারি

ফল বিক্রি বন্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে রেল কর্তৃপক্ষ। তারা বলেছেস নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন কী জরিমানাও আদায় করা হবে বলে জানানো হয়েছে।

 অসন্তুষ্ট বিক্রেতারা

অসন্তুষ্ট বিক্রেতারা

রেল কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করলেও বিক্রেতারা তো খুশি ননই। চারবাগ স্টেশনের এক বিক্রেতা জানিয়েছেন, তিনি গত ৫ থেকে ৬ দিন ধরে কোনও কলা বিক্রি করছেন না। কেননা রেল প্রশাসন এই বিক্রি বন্ধ করে দিয়েছে। তাঁর দাবি, গরিব লোকেরাই কলা কিনতেন। কেননা বাকি সব ফল এর থেকে দামি।

প্রতিবাদ পর্যটকদের

প্রতিবাদ পর্যটকদের

এক পর্যটক জানিয়েছেন, কলা সস্তা, স্বাস্থ্যকর। ঘুরে বেড়ানোর সময় খেতেও সুবিধা। কলার খোসা পরিবেশকে কলুষিত করে, তা মানতেও তিনি রাজি নন। যদি তাই হয় তাহলে
টয়লেট ব্যান করা উচিত। কেননা সেগুলিই পরিবেশকে বেশি কলুষিত করে।

English summary
Railway authorities in Lucknow seem to have gone bananas over cleanliness. Believing that banana peels spread filth, authorities have banned the sale of the fruit at the Charbagh Railway Station.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X