For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে রাজনীতি করবেন না, সোনিয়াকে কটাক্ষ রেল ইউইনিয়নের

শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে রাজনীতি করবেন না, সোনিয়াকে কটাক্ষ রেল ইউইনিয়নের

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার সর্বভারতীয় রেল কর্মচারী ইউনিয়ন(এআইআরএফ)-এর পক্ষে কংগ্রেস সুপ্রিমোর সোনিয়া গান্ধীর করা ভাষায় সমালোচনা করা হল। একইসাথে কড়া ভাষায় অভিবাসী ভাড়া নিয়ে 'রাজনীতি' বন্ধ করারও অনুরোধ করা হয়। ট্রেনে অতিরিক্ত ভিড় এড়াতেই রেলমন্ত্রক শ্রমিক স্পেশাল ট্রেনে যাত্রার ক্ষেত্রে ভাড়ার কথা জানিয়েছে বলেও জানানো হয়।

শ্রমিক স্পেশাল ট্রেনে অতিরিক্ত ভিড় না করার আর্জি

শ্রমিক স্পেশাল ট্রেনে অতিরিক্ত ভিড় না করার আর্জি

সোনিয়া গান্ধীকে দেওয়া একটি চিঠিতে এআইআরএফ-এর জেনারেল সেক্রেটারি শিব গোপাল মিশ্র জানান, "রেলমন্ত্রকের কর্মচারীদের জন্যই সুষ্ঠুভাবে শ্রমিকদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। ১১৫ টি রেলে অতিরিক্ত ভিড় যাতে না হয়, তার জন্য আপনার নিম্নমানের রাজনীতি দয়া করে বন্ধ করুন।"

কি বলেছিল কংগ্রেস?

কি বলেছিল কংগ্রেস?

সোমবার একটি বিবৃতিতে কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী জানান, "যেহেতু সরকার পরিযায়ী শ্রমিকদের রেল ভাড়া মেটানোর দায়িত্ব নিচ্ছেন না, তাই প্রত্যেক রাজ্যের প্রদেশ কংগ্রেস তাদের রাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য ভাড়া মেটাবে। শ্রমিকদের সম্মান জানানোর জন্যে এটা কংগ্রেসের একটি ক্ষুদ্র পদক্ষেপ।"

অতিরিক্ত ভিড় রুখতে পদক্ষেপ

অতিরিক্ত ভিড় রুখতে পদক্ষেপ

রেল ইউনিয়নের পক্ষে জেনারেল সেক্রেটারি শিব গোপাল মিশ্র জানান, "ভাড়ার বিষয়ে রেলমন্ত্রক ও প্রধানমন্ত্রী যৌথ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন।" তিনি আরও জানিয়েছেন যে, পয়লা মে থেকে চালু হওয়া ট্রেনগুলির ৮৫% ভাড়া মেটাবে রেলমন্ত্রক, বাকি ভাড়া রাজ্য সরকারগুলি দেবে।

সর্বাধিক গুরুত্ব দেওয়া পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায়

সর্বাধিক গুরুত্ব দেওয়া পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায়

শিব গোপাল মিশ্র আরও জানান, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ১৬৩টি ট্রেন চলেছে এবং উক্ত ট্রেনগুলিতে শ্রমিকদের সুরক্ষা, নিরাপত্তা, খাবারদাবার বাবদ রেলমন্ত্রক মোটা টাকা ব্যয় করছে। তাই কংগ্রেস সুপ্রিমোর কাছে ওনার আর্জি, "নিম্নরুচির রাজনীতি করবেন না।" রেলমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যগুলিতে প্রায় ১.৫ লক্ষ শ্রমিক বাড়ি ফিরেছে।

শ্রীরামপুরেই দ্বিতীয় সন্তানের জন্মদিলেন তৃণমূল সাংসদ, নাম রাখলেন 'করোনা'শ্রীরামপুরেই দ্বিতীয় সন্তানের জন্মদিলেন তৃণমূল সাংসদ, নাম রাখলেন 'করোনা'

English summary
Rail Union requests sonia gandhi not to do politics with immigrant workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X