For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিরামিষাশীকে আমিষ খাবার দিয়ে তোপের মুখে রেল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রেল
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর: পচা বা নিম্নমানের খাবার পরিবেশন করে এর আগে বিতর্কে জড়িয়েছে রেল। এ বার এক নিরামিষাশী যাত্রীকে আমিষ খাবার দেওয়ায় জলঘোলা হল বিস্তর। প্রথমে সংশ্লিষ্ট যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলেও পরে এর সত্যতা স্বীকার করতে বাধ্য হন রেলকর্মীরা। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি-গুয়াহাটি রাজধানী এক্সপ্রেসে।

আদতে ব্যাঙ্গালোরের হনুমন্তনগরের বাসিন্দা টিকমচাঁদ জৈন ব্যবসার কাজে নয়াদিল্লি গিয়েছিলেন। সেখান থেকে গন্তব্য ছিল গুয়াহাটি। আগেও এই রুটে যাতায়াত করেছেন তিনি। ১৯ সেপ্টেম্বর দুপুরে নিরামিষ মিল অর্ডার করেন তিনি। খাবার আসার পর খেতেও শুরু করেন। হঠাৎ মুখে পড়ে হাড়ের টুকরো। তিনি অবাক হয়ে যান। দেখেন নিরামিষ তরকারির মধ্যে রয়েছে মাংসের টুকরো। তিনি বিষয়টি নিয়ে ক্যাটারিং কর্মীকে অভিযোগ জানালে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। প্যান্ট্রি কারের ম্যানেজারের কাছে অভিযোগ জানালেও ফল হয়নি।

ক্ষুব্ধ ওই ব্যবসায়ী গুয়াহাটি স্টেশনে নেমেই হইচই শুরু করেন। খবর পেয়ে চলে আসে পুলিশ ও মিডিয়া। চাপে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চান সংশ্লিষ্ট রেলকর্মীরা। তবে টিকমচাঁদ জৈন ইতিমধ্যে সব কিছু জানিয়ে নয়াদিল্লিতে রেল ভবনে লিখিত অভিযোগ জানিয়েছেন।

English summary
Rail served non-veg meal to vegetarian passenger, faced wrath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X