For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার 'অবাস্তব' প্রকল্প বাতিলই করে দিল রেলমন্ত্রক

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মমতা
নয়াদিল্লি, ২ ডিসেম্বর: বাস্তব না বুঝতে অথবা বুঝেও শুধু রাজনীতিক কারণে রেলের জমিতে ঢালাও হাসপাতাল-স্কুল গড়ার পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী থাকাকালীন ২০০৯-১০ সালের বাজেটে এই ঘোষণা করেন তিনি। এ বার তাকে 'অবাস্তব' বলে বাতিলই করে দিল রেলমন্ত্রক। এর ফলে তাঁর আমলে ঘোষিত আরও অনেক প্রকল্প কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হল।

২০০৯-১০ সালের রেল বাজেটে মমতা বলেছিলেন, পশ্চিমবঙ্গে বারাসত, খড়্গপুর, গার্ডেনরিচ, কলকাতায় হাসপাতাল ও স্কুল গড়া হবে। অন্যান্য রাজ্যেও এই মডেল অনুসরণ করা হবে। যেখানে যেখানে রেলের ফাঁকা জমি আছে, সেখানে হাসপাতাল ও স্কুল গড়া হবে। সেই সময় রেল বোর্ডের কর্তারা চাকরি বাঁচাতে বাধ্য হয়ে এতে সায় দেন। অথচ তার পরও এগুলির কাজ একচুল এগোয়নি। শেষ পর্যন্ত তা ঘোষিত প্রকল্পগুলি বাতিলের সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক।

রেলের বক্তব্য, তাদের আর্থিক হাল এখন খুব খারাপ। রোজগার যদি এক টাকা হয়, তা হলে কর্মীদের বেতন ও অন্যান্য খরচের পর ছ'পয়সা হাতে পড়ে থাকে। সুতরাং তাদের মালিকানাধীন ফাঁকা জমিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে টাকা তুলতে হবে। নইলে গোটা রেলটাই এক সময় লালবাতি জ্বালবে। হাসপাতাল-স্কুল তৈরি করে যেহেতু মুনাফা হবে না, তাই এই মুহূর্তে তা করা মানে যেচে বিপদ ডেকে আনা। মূলত এই কারণে সংশ্লিষ্ট প্রকল্পগুলিকে 'অবাস্তব' বলে বাতিল করে দেওয়া হয়েছে।

তৃণমূল কংগ্রেসের তরফে ডেরেক ও'ব্রায়েনের মন্তব্য, "প্রতিহিংসা চরিতার্থ করছে কেন্দ্রীয় সরকার।"

অথচ যে প্রকল্পটি বাস্তবায়িত হলে সত্য়িই উপকার হত, সেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ আটকে রয়েছে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে।

English summary
Rail Ministry cancels projects once declared by Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X