For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এর মহাযুদ্ধে জিতবে বিজেপিই! এবার কত আসন ঝুলিতে, জানিয়ে দিলেন মন্ত্রী

২০১৯-এর মহাযুদ্ধ শিয়রে। তার আগে বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠক করে ফেলল। সেই বৈঠক থেকেই সুর বেঁধে দেওয়া হল ফের পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসতে কোন পথে প্রচার চালাবে বিজেপি।

Google Oneindia Bengali News

২০১৯-এর মহাযুদ্ধ শিয়রে। তার আগে বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠক করে ফেলল। সেই বৈঠক থেকেই সুর বেঁধে দেওয়া হল ফের পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসতে কোন পথে প্রচার চালাবে বিজেপি। আর জাতীয় কর্মসমিতির বৈঠকের পর খোশ মেজাজেই রেলমন্ত্রী পীযুষ গোয়েল জানালেন ফের তাঁরাই ক্ষমতায় আসতে চলেছেন। তাঁদের ক্ষমতায় ফেরা স্রেফ সময়ের অপেক্ষা।

বিজেপি জিতবে ৩০০-রও বেশি আসন!

বিজেপি জিতবে ৩০০-রও বেশি আসন!

পীযুষ গোয়েল বলেন, বিজেপি ২০১৪ সালের থেকেও এবার অনেক বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। তাঁর মতে বিজেপি জিতবে ৩০০-রও বেশি আসনে। লোকসভা নির্বাচনে বিজেপি যে রেকর্ড গড়ে ক্ষমতায় এসেছিল, ২০১৯-এর নির্বাচনে সেই রেকর্ডও ছাপিয়ে যাবে।

প্রচার পরিকল্পনা সারা বিজেপির

প্রচার পরিকল্পনা সারা বিজেপির

সপ্তদশ লোকসভা নির্বাচনের নীল নকশা তৈরি করতে বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সভা হল দিল্লিতে। প্রায় ১২ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা ছিল সরগরম। দিল্লির রামলীলা ময়দানে এই সভায় নরেন্দ্র মোদী, অমিত শাহরা নেতা-কর্মীদের নির্বাচনের প্রচার পরিকল্পনা বুঝিয়ে দেন।

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায়!

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায়!

আর এই সভা শেষেই পীযুষ গোয়েল বলেন, আমরাই ফের ক্ষমতায় আসছি। জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে যে সাড়া পাওয়া গিয়েছে, তার পর আমরা নিশ্চিত। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসব আমরা। দিল্লিতে ফের বিজেপির সরকার হবে। এককভাবেই ক্ষমতায় ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবেন তাঁরা।

প্রধানমন্ত্রী মোদীর বিপুল জনপ্রিয়তা

প্রধানমন্ত্রী মোদীর বিপুল জনপ্রিয়তা

কী করে তা সম্ভব, তারও ব্যাখ্যা দিয়েছেন পীযুষ গোয়েল। তিনি বলেন, মোদী-ঝড় কিছুই ফিকে হয়নি। সময় এলেই ঝড় উঠবে। দেশের প্রধানমন্ত্রী মোদীর বিপুল জনপ্রিয়তা রয়েছে। যুব সমাজ মোদীকে ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে আগ্রহী। এই জনপ্রিয়তাই মোদীকে ফের সিংহাসনে বসাবে।

English summary
Rail Minister Piyush Goyal says again BJP will win Lok Sabha Election. BJP will get over 300 seats and Modi will be Prime Minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X