For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরিস্থিতি সামাল দিতে বড় সিদ্ধান্ত রেলমন্ত্রীর, গ্রিন করিডর করে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে রাজ্যগুলিতে

করোনা পরিস্থিতি সামাল দিতে বড় সিদ্ধান্ত রেলমন্ত্রীর, গ্রিন করিডর করে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে রাজ্যগুলিতে

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ বাড়ছে গোটা দেশে। তারসঙ্গে তীব্র অক্সিজেন সংকট তৈরি হয়েছে দেশে। পরিস্থিতি সামাল দিতে গ্রিন করিডর করে রাজ্য গুলিকে অক্সিজেন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন রাজ্যগুলিতে অক্সিজেন সংকট দূর করতে গ্রিন করিডর তৈরি করছে রেলওয়ে। যত দ্রুত সম্ভব দেশে অক্সিজেনের চাহিদা পূরণ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ

গোটা দেশেই করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের। করোনার কারণে অক্সিজেন ও বেড সংকট তৈরি হয়েছে একাধিক রাজ্যে। তারমধ্যে মহারাষ্ট্র যেমন আছে তেমন আছে রাজধানী দিল্লিতে। দিল্লির হাসপাতালে অক্সিজেন সংকট আর বেড সংকটের ভয়াবহ ছবি ধরা পড়েছে। পরিস্থিতি সামাল দিতে মহারাষ্ট্র সরকার সেনা সাহায্য চেয়েছেন উদ্ধব সরকার।

 রেলমন্ত্রীর প্রতিশ্রুতি

রেলমন্ত্রীর প্রতিশ্রুতি

রেলমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যগুলিকে গ্রিন করিডর করে অক্সিজেন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ট্রেনে যত দ্রুত সম্ভব রাজ্যগুলির কাছে অক্সিজেন সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী। গত কয়েকদিনে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এই নিেয় উদ্বেগে রয়েছে কেন্দ্রও। কয়েক দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। অক্সিজেন সরবরাহ এবং ভ্যাকসিন পর্যপ্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

 কার্ফুর পথে একাধিক রাজ্য

কার্ফুর পথে একাধিক রাজ্য

করোনা পরিস্থিতি সামাল দিতে মহারাষ্ট্র আগেই ১৪৪ ধারা জারি করেছে। এবার বিহার সরকারই নাইট কার্ফু জারির কথা ঘোষণা করেছে। রাত ৯টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। তারমধ্যেই চলছে ভোট গ্রহণ। প্রচার, মিটিং, মিছিল।

বিরোধীদের আক্রমণ

বিরোধীদের আক্রমণ

করোনা পরিস্থিতি খারাপ হওয়ার জন্য বিরোধীরা মোদী সরকারকেই দায়ী করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন মোদী সরকারের পরিকল্পনা হীনতার কারণেই সংক্রমণ এমন মারাত্মক আকার নিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন রাজ্য বিজেপি বাইরে থেকে লোক এনে করোনা সংক্রমণ বাড়িয়ে দিয়েছে।

English summary
Rail Minister Piyush Goel says Green Corodor will be make to supply Oxizen to the states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X