For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাওড়া থেকে ছাড়়া ট্রেনের ধাক্কায় রেল ট্রাকে জীবন্ত বলি ৪, তদন্ত কমিটি তৈরি করল রেল

রেল ট্র্যাকে ৪ গ্যাংম্যানের ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি তৈরি করা হল। মোরাদাবাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অজয়কুমার সিং তিন জনের একটি কমিটি তৈরি করেছেন।

Google Oneindia Bengali News

রেল ট্র্যাকে ৪ গ্যাংম্যানের ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি তৈরি করা হল। মোরাদাবাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অজয়কুমার সিং তিন জনের একটি কমিটি তৈরি করেছেন। সোমবার বেলা ১১.৫৪ মিনিটে হারদোই জেলার সান্ডিলা ও উমারপালি স্টেশনের মাঝে ৬ গ্যাংম্যানকে রেলট্র্যাকে পিষে দেয় হাওড়া-অমৃতসর অকাল তখত এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে অৃতসর যাচ্ছিল।

আড়াই সপ্তাহের মধ্যে ফিরল অমৃতসর গণ-মৃত্যুর আতঙ্ক

উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, 'রুটিন ওয়ার্ক হিসাবে গ্যাংম্যানরা লাইনে কাজ করছিলেন। ওয়েলডিং মেশিন দিয়ে রেল ট্র্যাকে মেরামতির কাজও চলছিল। ঠিক ১১.৫৫ মিনিটে অমৃতসরমুখী হাওড়া-অমৃতসর অকাল তখত এক্সপ্রেস তাদের পিষে দেয়।'

লখনউ-এর জিআরপি-র পুলিশ সুপার সুমিত্রা যাদব জানিয়েছেন, 'প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই গ্য়াংম্য়ানরা মেরামতির কাজ শুরু করার আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনও অনুমতি নেননি। এমনকী তারা জানানি যে অত্যন্ত ব্যস্ত এই রেল ট্র্য়াকে তারা কাজ করছেন।'

তিনি আরও জানিয়েছেন যে, 'এই ধরনের মেরামতির কাজ করার আগে গ্যাংম্যানদের অবশ্যই স্থানীয় রেলওয়ে জোন-এর নজরে বিষয়টি আনতে হয়। এর কারণ যাতে এই গ্য়াংম্যানরা রেল ট্র্যাকে কাজ করার সময় দু'দিক থেকে আসা ট্রেনের মাঝে যেন না পড়ে যান। '

সান্ডিলা থানার স্টেশন হাউস অফিসার জগদীশ যাদব জানিয়েছেন, এই ঘটনায় অজ্ঞাত পরিচয় রেলওয়ে কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আইপিসি-র ৩৩৭ ধারা মানে জীবনের ঝুঁকি নিয়ে এমন একটা কাজ করা যাতে নিজের এবং অন্যদের সুরক্ষারকে বিঘ্নিত করার অপরাধ, ৩০৪ এ ধারা মানে গাফিলতিতে মৃত্যু- এই ধারা প্রয়োগ করা হয়েছে।

মৃত গ্য়াংম্যানদের নাম ও পরিচয় জানা গিয়েছে। এঁরা হলেন রাজেশ কুমার, কৌশলেন্দ্র, রাজিন্দর, রাম স্বরূপ সিং। এঁরা সকলেই হারদোই-এর বাসিন্দা বলে জানা গিয়েছে।

রেলের সান্ডিলা-র সার্কেল অফিসার নগেশকুমার মিশ্র জানিয়েছেন, 'দুপুর ১২টা নাগাদ আমরা পুলিশ কন্ট্রোল রুম থেকে রেল ট্র্যাকের উপরে চার জনের রান-ওভার হওয়ার খবর পাই। ঘটনাটি সান্ডিলা ও উমারপালি স্টেশনের মাঝে ঘটেছে বলেও জানানো হয়েছিল। ' তিনি আরও জানিয়েছে যে, 'মৃতরা সকলেই রেলের কর্মী। হাওড়া-অমৃতসর অকাল তখত এক্সপ্রেস যখন তাঁদের ধাক্কা মারে ঠিক সেই সময় পাশের ট্র্যাকেই কিষাণ এক্সপ্রেস যাচ্ছিল।'

বিজয়া দশমীর সন্ধ্যায় রেল ট্র্য়াকে ট্রেনের ধাক্কায় জীবন্ত বলি হয়েছেন ৬১ জন। এখনও আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। সেই ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল। উৎসবের মরসুমে এটা দ্বিতীয় ঘটনা যেখানে রেল ট্র্যাকের উপরেই ৪ গ্যাংম্যান-এর মৃত্যু হল। দুটো দুর্ঘটনার ক্ষেত্রেউ এক অদ্ভুত সংযোগ অমৃতসর। বিজয়া দশমীর সন্ধ্যায় ঘটনাটি ঘটেছিল অমৃতসরের কাছে। আর এবার যে ট্রেনটি ধাক্কা মারল সেটাও অমৃতসর যাচ্ছিল।

English summary
Four gangmen run over by Howrah-Amritsar Akal Takht Express on Monday morning. Now Railways has set up a three members probe committee in this case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X