For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রুখতে একদিনের কার্ফু দাওয়াই সরকারের, রবিবার দিনভর বন্ধ ট্রেন, বাস, মেট্রোও

করোনা রুখতে একদিনের কার্ফু দাওয়াই সরকারের, রবিবার দিনভর বন্ধ ট্রেন, বাস, মেট্রোও

  • |
Google Oneindia Bengali News

করোনা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষকে একদিন বাড়িতে থাকার অহ্বান জানিয়েছেন। আগামী রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ডাক দিয়েছেন জনতা কার্ফুর।

পুলিশ, মিডিয়া, চিকিত্সার মতো জরুরী পরিষেবা গুলি চালু থাকছে

পুলিশ, মিডিয়া, চিকিত্সার মতো জরুরী পরিষেবা গুলি চালু থাকছে

এবার জনতা কার্ফু সফল করতে এবার প্রায় সমস্ত সরকারি ও বেসরকারী সংস্থাগুলি ওইদিন তাদের পরিষেবা বন্ধ করার ঘোষণা করেছে। যদিও পুলিশ, মিডিয়া, চিকিত্সা ইত্যাদির মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি কার্ফুর আওতায় পড়বে না বলে জানা গেছে।

রবিবার দিনভর ট্রেন চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ ভারতীয় রেলের

রবিবার দিনভর ট্রেন চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ ভারতীয় রেলের

ইতিমধ্যে পরিষেবা বন্ধের ঘোষনা করেছে ভারতীয় রেল। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা জানিয়েছে শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত দশটা পর্যন্ত দেশের কোনও রেলস্টেশন থেকে কোনও প্যাসেঞ্জার ট্রেন ছাড়া হবে না। পাশাপাশি মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলিও রবিবার ভোর ৪টে থেকে পরিষেবা বন্ধ করতে চলেছে। রবিবার রাত দশটা পর্যন্ত বাতিল থাকছে সমস্ত ইন্টারসিটি ট্রেনও। একইসাথে মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং সেকান্দারবাদে সমস্ত জায়গায় লোকাল ট্রেন চলাচলও নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যাচ্ছে।

জনতা কার্ফু সফল করতে মাঠে নেমেছে বিমান সংস্থা গুলিও

জনতা কার্ফু সফল করতে মাঠে নেমেছে বিমান সংস্থা গুলিও

মহামারীবিরোধী লড়াইয়ে জনতা কার্ফু সফল করতে সফল মাঠে নেমেছে বিমান সংস্থা গুলিও। গোএয়ার রবিবার স্বেচ্ছায় সমস্ত বিমানচলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। ওইদিন ইণ্ডিগোর মাত্র ৬০ শতাংশ বিমান চলাচল করবে বলে জানা যাচ্ছে।

করোনার জেরে থমকাতে চলেছে মেট্রো পরিষেবাও

করোনার জেরে থমকাতে চলেছে মেট্রো পরিষেবাও

অন্যদিকে জনতা কার্ফুর কথা মাথায় রেখে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) ১৮ বছরের মধ্যে প্রথমবারের মতো রবিবার রাজধানীতে তাদের পরিষেবা বন্ধ করার ঘোষণা করেছে। যদিও পাবলিক বাস পরিষেবা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলট।

‌করোনা ভাইরাসের প্রভাব, ক্যাব শেয়ারিং পরিষেবা বন্ধ ওলা–উবারের‌করোনা ভাইরাসের প্রভাব, ক্যাব শেয়ারিং পরিষেবা বন্ধ ওলা–উবারের

English summary
No trains, metro, buses on Sunday, this is how India is getting ready on March 22 to make successful Janta Curfew
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X