For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ রেল বাজেট: বিজেপি সরকার ফের গদিতে এসেই নিল কোন কোন পদক্ষেপ

বিশ্বমানের কামরা, আশপাশে থাকবে বিলাসবহুল জিনিসপত্র। এক্কেবারে বিদেশি ঘরানার ঝাঁ চকচকে জিনিসে ঠাসা রয়েছে আপনার চ্রেনের কামরা! ভাবছেন এমন সম্ভব নাকি!তবে এমনই হয়তো 'সম্ভব' হতে চলেছে আগামী কয়েক বছরে।

Google Oneindia Bengali News

বিশ্বমানের কামরা, আশপাশে থাকবে বিলাসবহুল জিনিসপত্র। এক্কেবারে বিদেশি ঘরানার ঝাঁ চকচকে জিনিসে ঠাসা রয়েছে আপনার চ্রেনের কামরা! ভাবছেন এমন সম্ভব নাকি!তবে এমনই হয়তো 'সম্ভব' হতে চলেছে আগামী কয়েক বছরে। কারণ ফের একবার রেলের ক্ষেত্রে বেসরকারীকরণের প্রসঙ্গ উস্কে দিয়ে এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজের বাজেট পেশের ভাষণে পিপিপি-র কথা তোলেন। একনজের দেখে নেওয়া যাক বিজেপি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে ২০১৯ সালের রেল বাজেটে কী কী রাখল জনতার জন্য।

টিকিটের দাম বাড়েনি!

টিকিটের দাম বাড়েনি!

রেল বাজেট মানেই সাধারণ মানুষের প্রশ্ন জড়িয়ে থাকে রেলের ভাড়া নিয়ে। তবে ২০১৯ সালের রেল বাজেটে ভাড়ার পরিবর্তনের কোনও ঘোষণা হয়নি। ফলে আগের মতোই একই রকম ভাড়া রইল রেল বাজেটে.

স্টেশনের উন্নয়ন

স্টেশনের উন্নয়ন

নির্মলা সীতারমন এদিন রেল বাজেট ঘোষণার সময়ই উল্লেখ করেন, রেলের প্রয়োজন৫০ লাখ কোটি টাকা। তাতে রেলের সার্বিক উন্নয়ন সম্ভব। এদিনের বাজেটে তিনি বিভিন্ন স্টেশনের উন্নয়ন ও সৌন্দর্যায়নের প্রস্তাবও দেন। বিশ্ব মানের স্টেশন তৈরিতে বিদেশী বিনিয়োগের প্রসঙ্গও স্মরণ করিয়ে দেন অর্থমন্ত্রী।

বিশ্বমানের ট্রেন তৈরি হবে ভারতে!

বিশ্বমানের ট্রেন তৈরি হবে ভারতে!

এদিন নির্মলা সীতারমন বিশ্বমানের ট্রেনের কোচ তৈরির প্রসঙ্গ তুলে বলেন, 'মেক ইন ইন্ডিয়া'র আওতায় থেকে এই স্বপ্ন বাস্তব করা সম্ভব। এক্ষেত্রে প্রয়োজন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল।

মফঃস্বলের রেল যোগাাযোগ

মফঃস্বলের রেল যোগাাযোগ

মফঃস্বল এলাকার পোক্ত করার উদ্যোগ গিরে একাধিক পদক্ষের নিতে চলেছে সরকার। এমনই তথ্য এদিন সংসদে পেশ করেন সীতারমন। অন্যদিকে, মেট্রো রেলওয়ে ঘিরে আরও ২১০ কিলোমিটার লাইন কার্যকরি করার পদক্ষেপ নেওয়া হচ্ছে ২০১৯ সালের মধ্যে। সংসদে এমনই জানান নির্মলা সীতারমন।

English summary
Rail Budget 2019, know what Nirmala Sitharaman announces
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X