For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#RailBudget2016 : কী কী আশা করবেন এবারের রেল বাজেট থেকে?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি : আজ রেল বাজেট পেশ। এই নিয়ে দ্বিতীয় বারের জন্য রেল বাজেট পেশ করতে চলেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। গতবারের রেল বাজেটকে বাস্তবমুখী আখ্যা দিয়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন রেলমন্ত্রী। এবারও কী এমন নতুন কিছু করে সকলকে চমকে দেবেন তিনি। সেটা দেখতেই আগ্রহ তুঙ্গে।

তবে সবকিছু খুব সহজ যে হবে না তা বলার অপেক্ষা রাখে না। বড় কোনও প্রকল্পের আশা এবছর করলে খালি হাতেই ফিরতে হবে। কারণ বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় রেলে এখন আর্থিক দুরবস্থা চলছে।

#RailBudget2016 : কী কী আশা করবেন এবারের রেল বাজেট থেকে?

গত কয়েকবছরে হুহু করে কমছে যাত্রী পরিবহণের হার। একই সঙ্গে পণ্য পরিবহণের পরিমাণেও যথেষ্ট ঘাটতি হয়েছে। এর ফলে রোজগারের টাকা সবটাই খরচ হয়ে যাচ্ছে। উল্টে গোদের উপরে বিষফোঁড়ার মতো সপ্তম পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

ফলে কর্মীদের বেতন মেটাতে অতিরিক্ত ৩২ কোটি টাকার কাছাকাছি জোগাড় করতে হবে রেলকে। সেই টাকা কোথা জোগাড় করা, রেলে যাত্রী স্বাচ্ছন্দ্য, সুরক্ষা ও পরিকাঠামো উন্নতির পাশাপাশি যাত্রীর সংখ্যা বৃদ্ধি করা এ পণ্য পরিবহণ থেকে আয় বাড়ানো, এই সবই রেলমন্ত্রীর কাছে চ্যালেঞ্জের।

মুম্বই আহমেদাবাদ বুলেট ট্রেন চালু ছাড়া কয়েকটি রুটের লোকাল ট্রেনে এসি কামরা চালুর মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সাধারণ মানুষের চাহিদার কতোটা এখন পূরণ হয়, সেটাই এখন দেখার।

English summary
Rail Budget 2016 : What to expect from Suresh Prabhu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X