For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্সিজেনের ঘাটতি ঠেকাতে একযোগে মাঠে নামছে রেল-বায়ুসেনা, দেশজোড়া আতঙ্কের মাঝেই বার্তা মোদীর

অক্সিজেনের ঘাটতি ঠেকাতে একযোগে মাঠে নামছে রেল-বায়ুসেনা

  • |
Google Oneindia Bengali News

দেশজোড়া করোনা উগ্বের মধ্যেই এদিন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারলেন মোদী। অত্যাবশকীয় ওষুধ ও ইঞ্জেকশনের কালোবাজারি রুখতে রাজ্যগুলিকে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। একইসাথে অক্সিজেনের ঘাটতি ঠেকাতে ও সরবরাহ ঠিক রাখতে রেল ও ভারতীয় বায়ুসেনা একযোগে মাঠে নামছে বলেও জানান তিনি।

এক সপ্তাহে চার বার বৈঠক মোদীর

এক সপ্তাহে চার বার বৈঠক মোদীর

পাশাপাশি, অক্সিজেন, ওষুধের চাহিদা মেটাতে এদিন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে একজোট হয়ে কাজ করার বার্তা দিতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। এদিকে দেশে অক্সিজেন সঙ্কট তীব্র আকার ধারণ করার পর থেকেই দফায় দফায় বৈঠকে বসতে দেখা গিয়েছে মোদীকে। এমনকী এক সপ্তাহে এই নিয়ে চার বার বৈঠকে বসলেন তিনি। এর আগে যথাক্রমে ১৬, ১৭ ও ২২ এপ্রিল বৈঠকে বসেন তিনি।

 মাঠে নামছে অক্সিজেন এক্সপ্রেস

মাঠে নামছে অক্সিজেন এক্সপ্রেস

এদিকে দেশে অক্সিজেনের সঙ্কট ঠেকাতে ইতিমধ্যেই অক্সিজেন এক্সপ্রেস চালুর ঘোষণা করেছে রেল। তেলেঙ্গান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে ব্যাপক অক্সিজেনের চাহিদা মেটাতেই মূলত এই উদ্যোগ বলে জানানো হয়েছে। এদিকে এদিনের বৈঠকেই দেশে অক্সিজেন ঘাটতি মেটানোর বিষয়ে একাধিক পরামর্শও দিতে দেখা যায় মোদীকে। দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেন সরবরাহ বাড়াতে আর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়েও জানতে চান তিনি।

সকাল থেকেই দফায় দফায় বৈঠক মোদীর

সকাল থেকেই দফায় দফায় বৈঠক মোদীর

এদিন সকাল থেকে করোনা পরিস্থিতি ছাড়াও অক্সিজেন ঘাটতি সহ একাধিক বিষয়ে দফায় দফায় বৈঠক করেন মোদী। প্রথমে সকাল ৯টা নাগাদ একটি প্রাথমিক বৈঠক করেন তিনি। ভার্চুয়াল এই মিটিংয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রতিটি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এছাড়া বেলা সাড়ে ১২টা নাগাদ অক্সিজেনের ঘাটতি নিয়েও বৈঠক করেন মোদী। পরবর্তী নির্বাচনী প্রচারে এদিন তার বাংলায় আসার কথা থাকলেও নির্বাচন কমিশনের নির্দেশিকায় তা বন্ধ হয়ে যায়। যদিও ভার্চুয়ালি এদিন সভা করতে দেখা যায় মোদীকে।

ডাবল মিউট্যান্টের কারণেই উদ্বেগ বাড়ছে ভুয়ো নেগেটিভ রিপোর্টে? জানুন কী বলছেন বিশেষজ্ঞরাডাবল মিউট্যান্টের কারণেই উদ্বেগ বাড়ছে ভুয়ো নেগেটিভ রিপোর্টে? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা

 উচ্চপর্যায়ের কো-অর্ডিনেশন কমিটি তৈরির নির্দেশ

উচ্চপর্যায়ের কো-অর্ডিনেশন কমিটি তৈরির নির্দেশ

এদিকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সমস্ত হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের জন্য উচ্চপর্যায়ের কো-অর্ডিনেশন কমিটি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে মোদীর তরফে। দ্রুত লিখিত নির্দেশিকাও পাঠানো হবে। এদিকে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে আরআ আগ্রাসী হয়ে উঠেছে মারণ করোনা। আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ। যার জেরে নতুন করে বাড়ছে উদ্বেগ।

English summary
What message did Modi give in the meeting with the Chief Ministers about the corona-oxygen shortage?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X