For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চৌকিদার চোর হ্যায়' বিতর্ক: রাফালে ইস্যুতে মোদীর বিরুদ্ধে মন্তব্যে 'অনুতপ্ত' রাহুল

রাফাল ইস্যুতে বিজেপি নেত্রী মীনাক্ষী লেখির কিছুদিন আগেই রাহুল গান্ধীর এক মন্তব্যের প্রেক্ষিতে মানহানির মামলা দায়ের করেন।

  • |
Google Oneindia Bengali News

রাফাল ইস্যুতে বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি কিছুদিন আগেই রাহুল গান্ধীর এক মন্তব্যের প্রেক্ষিতে মানহানির মামলা দায়ের করেন। 'চৌকিদার চোর হ্যায়' প্রসঙ্গ তুলে আমেঠিতে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর রাহুল রাফালে মামলায় কার্যত প্রধানমন্ত্রী মোদীর দিকেই আঙুন তুলে এক বিতর্কিত মন্তব্য় করেন। যে মন্তব্যে জড়িয়ে যায় সুপ্রিম কোর্টের নাম। সেই মন্তব্যের প্রেক্ষিতেই মামলা দায়ের হয় শীর্ষ আদালাতে। যার জবাবে বিজেপি শিবিরের কাছে কার্যত মাথা ঝুঁকিয়ে 'অনুতাপ' প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি।

রাফালে ইস্যুতে মোদীর বিরুদ্ধে মন্তব্য অনুতপ্ত রাহুল! সুপ্রিমকোর্টকে কী জানালেন কংগ্রেস সভাপতি

রাফালে ইস্যুতে সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম রায়ে খানিকটা ব্যাকফুটে চলে যায় বিজেপি শিবির। সেখানে রাফালে মামলায় নিখোঁজ হওয়া নথিকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট।সুপ্রিম কোর্টের যে বক্তব্য ঘিরে কংগ্রেস শিবির উচ্ছ্বসিত হয়ে ওঠে। সেই সময় রাহুল গান্ধী এক মন্তব্যে দাবি করেন যে , এবার স্পষ্ট রাফালে ইস্যুতে চুরি হয়েছে। আর রাহুলের সেই মন্তব্যের নিশানায় ছিলেন মোদী। এর প্রেক্ষিতেই দায়ের করা হয় মামলা।

রাহুল নিজের অবস্থানের প্রেক্ষিতে জানান, রাজৈতিক উত্তেজনার বশবর্তী হয়ে তিনি এমন মন্তব্য করেছেন। এই মন্তব্যের জন্য তিনি 'অনুতপ্ত' বলে জানিয়েছেন রাহুল গান্ধী। মামলা দায়েরকারী বিজেপি নেত্রী মীনাক্ষি লেখির শিবির গোটা ঘটনায় 'সন্তুষ্ট' বলে দবি সূত্রের।

English summary
Rahul Gandhi Expresses Regret To Top Court On Remarks On Its Rafale Order.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X