For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর অ্যাপ-এ তথ্য চুরি! রাহুলের অভিযোগ ঘিরে তোলপাড়

তথ্য চুরিকে কেন্দ্র করে ফের সরগরম জাতীয় রাজনীতি। কেমব্রিজ অ্যানালিটিকার পর এবার রাজনীতি সরগরম নরেন্দ্র মোদীর নামাঙ্কিত অ্যাপ। কংগ্রেস সভাপতি টুইটারে বিষয়টি নিয়ে কটাক্ষও করেছেন।

  • |
Google Oneindia Bengali News

তথ্য চুরিকে কেন্দ্র করে ফের সরগরম জাতীয় রাজনীতি। কেমব্রিজ অ্যানালিটিকার পর এবার রাজনীতি সরগরম নরেন্দ্র মোদীর নামাঙ্কিত অ্যাপ। কংগ্রেস সভাপতি টুইটারে বিষয়টি নিয়ে কটাক্ষও করেছেন।

মোদীর অ্যাপ-এ তথ্য চুরি! রাহুলের অভিযোগ ঘিরে তোলপাড়

রাহুল বলেছেন, হাই, আমি নরেন্দ্র মোদী। আমি ভারতের প্রধানমন্ত্রী। যখন আপনি আমার অফিসিয়াল অ্যাপ-এ ঢুকবেন, আমি সব ডেটা আমার বন্ধুদের আমেরিকার কোম্পানিতে দিয়ে দিই। একইসঙ্গে রাহুল সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন সমালোচনামূলক খবর ছাপার জন্য।

জানা গিয়েছে কংগ্রেস সভাপতির টুইটের পিছনে রয়েছে ফরাসি সাইবার বিশেষজ্ঞ ইলিয়ট অ্যালডরসনের টুইট। যেখানে অ্যালডরসন বলেছেন, নরেন্দ্র মোদীর অ্যাপ্লিকেশনে সাইনআপ করার সঙ্গে সঙ্গে যাবতীয় তথ্য তৃতীয় ব্যক্তির কাছে চলে যায়। কেননা থার্ড পার্টি ডোমেনের মালিকানা আমেরিকার একটি সংস্থার হাতে। ফরাসি সাইবার বিশেষজ্ঞ ইলিয়ট অ্যালডরসনের অভিযোগ আমেরিকার এই সংস্থা ফিক্সিং নামক বিশেষ সাইবার টুল দিয়ে কাজ করে থাকে। যা দিয়ে দেশে বিদেশে সাইবার হ্যাকিং চালানো হয়।

যদিও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। তারা জানিয়েছে, প্রযুক্তি সম্পর্কে কোনও জ্ঞানই নেই কংগ্রেস সভাপতির। নমো অ্যাপে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত বলে দাবি করা হয়েছে। কেননা এই অ্যাপে বিস্তারিত পরিচয় ছাড়া গেস্ট মোডে অ্যাপ ব্যবহারের সুযোগ দেওয়া হয়। এমন কী সেলফি প্রচারের জন্য ক্যামেরা ও ফটোগ্যালারি ব্যবহারের অনুমতি চাওয়া হয় বলে দাবি করা হয়েছে।

রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপির আইটি সেলও। তাদের অভিযোগ মোদীকে ভয় পেয়েই এই সব অভিযোগ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে এই অ্যাপ ব্যবহার করতে আহ্বান জানানো হয়েছে বিজেপির তরফ।

English summary
Rahul’s tweet on ‘data leak’ of users downloading the Modi app triggers angry rebuttals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X