For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারাদিনের শেষে মুখ খুললেন রাহুল গান্ধী, জেনে নিন কর্ণাটক ভোটের ফল নিয়ে কী বললেন কংগ্রেস সভাপতি

রাহুল গান্ধী কর্ণাটকের কংগ্রেস ভোটার, কর্মীদের ও নেতাদের ধন্যবাদ জানালেন।

Google Oneindia Bengali News

অবশেষে মুখ খুললেন তিনি! ধন্যবাদ জানালেন কর্ণাটকের কংগ্রেস ভোটারদের। ধন্যবাদ দিলেন সে রাজ্যের কংগ্রেস নেতা-কর্মীদের। ব্যাস, আর একটিও কথা বললেন না কংগ্রেস সভাপতি। জেডি(এস)-এর সঙ্গে জোট, সরকার গঠনের দাবি কিছু নিয়েই একটি কথাও বললেন না কংগ্রেস সভাপতি।

কর্ণাটক ভোটের ফল নিয়ে যা বললেন কংগ্রেস সভাপতি

সারাদিন কর্ণাটক বিধানসভা ভোটের ফল নিয়ে চাপান-উতোর চলেছে। সকালের দিকে ফলের প্রবণতা বলছিল সরকার গড়তে চলেছে বিজেপি। বিকেলে হঠাৎ ঘটনাক্রমের মোড় ঘুরে যায়। জেডি(এস)-এর সঙ্গে জোট করে সরকার গঠনের দাবি জানিয়েছে কংগ্রেস। কিন্তু তা নিয়ে একটি কথাও বললেন না রাহুল। সারাদিনে তিনি মুখে রা টি কাড়েননি। দিনের শেষে টুইটারে বললেন, 'যাঁরা এই নির্বাচনে কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আমরা আপনার সমর্থন স্বীকার করে করছি। আপনার জন্য আমরা লড়ব। দলের সমর্থনে আমাদের নেতা-কর্মীরা যে অবদান রেখেছেন কঠোর পরিশ্রম করেছেন তার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।'

গনতন্ত্রে কখনও কখনও প্রত্যাশিত সমর্থন মেলে কখনও মেলে না। রাহুল কী কর্ণাটকের ফলাফলে অভিমানী হয়ে পড়লেন? প্রশ্ন উঠছে, কর্ণাটকের সার্বিক জনগনকে তাঁদের মত প্রকাশের জন্য ধন্যবাদ না জানিয়ে কংগ্রেসের ভোটারদের আলাদা করে ধন্যবাদ জানানো নিয়ে। তবে অনেকেই তাঁর টুইটের জবাবে কংগ্রেসের ভোটের শতাংশে এগিয়ে থাকার পরিসংখ্যান তুলে সভাপতিকে স্বান্তনা দিয়েছেন।

কিন্তু, এদিনের শোচনীয় ফলের পর ফের একবার রাহুল হটাও স্লোগান উঠতে শুরু করেছে। কংগ্রেসের অন্দরে রাহুল বিরোধীরা চান, বারবার তাঁর নেতৃত্বে নির্বাচনে হারার পরে এবার রাহুলের জায়গায় প্রিয়াঙ্কা দলের শীর্ষ নেতৃত্বে আসুন।

কর্ণাটকে প্রচারের সময় রাহুল প্রধানমন্ত্রী হওয়ার আশাও প্রকাশ করেছেন। এদিন ফলের পর সেই আশা নিয়েও কটাক্ষ হতে বাধ্য। বিরোধীরা বলছেন, একটি রাজ্য নির্বাচনে রাহুল দায়িত্ব নিয়ে দলকে জেতাতে পারছেন না, সেখানে লোকসভা নির্বাচনে কীভাবে বৈতরণী পার করবেন?

English summary
Rahul Gandhi thanked Congress voters, workers and leaders of Karnataka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X